'খুকুমণি হোম ডেলিভারি' ধারাবাহিকের (Khukumoni Home Delivery Serial) মাধ্যমে দর্শকদের মনের একেবারে কাছে পৌঁছেছিলেন দীপান্বিতা রক্ষিত (Dipannita Rakshit)। তাঁর 'পেঁপে দিয়ে চেপে...' সংলাপ আজও জনপ্রিয়। স্টার জলসার এই মেগা শেষ হয়ে যাওয়ার পর বেজায় মন খারাপ ছিল 'খুকুমণি'র ফ্যানেদের। তবে তারা ইতিমধ্যে পেয়েছে সুখবর। নতুন ভাবে আসছেন তাদের সকলের প্রিয় 'খুকু'। 'ডান্স ডান্স জুনিয়র' সিজন ৩ (Dance dance Junior Season 3)-তে মেন্টর অর্থাৎ ক্যাপ্টেনের দায়িত্ব পালন করবেন দীপান্বিতা।
ছোট বেলা থেকেই নাচ তাঁর দারুণ পছন্দের। নতুন ভূমিকায় দর্শকদের সামনে আসবেন, এজন্যে খুবই উচ্ছ্বসিত অভিনেত্রী। সম্প্রতি চ্যানেলের তরফ থেকে শেয়ার করা হয়েছে একটি মজার ভিডিও। যেখানে র্যাপিড ফায়ারে একাধিক প্রশ্নের উত্তর দিতে হয়েছে দীপান্বিতাকে। মেকআপ করতে করতেই, সেই সব প্রশ্নের উত্তর দিলেন অভিনেত্রী। যেখানে উঠে এলো, নানা অজানা সিক্রেটস।
প্রশ্ন: পছন্দের ডান্স ফর্ম?
দীপান্বিতা: কত্থক।
প্রশ্ন: সোলো রোড ট্রিপে কোথায় যেতে চাও?
দীপান্বিতা: লাদাখ।
প্রশ্ন: প্রিয় চিট মিল?
দীপান্বিতা: বিরিয়ানি।
প্রশ্ন: পড়াশোনা না নাচ, ছোটবেলায় কোনটা বেশি প্রিয় ছিল?
দীপান্বিতা: অবশ্যই নাচ!। নাচ মানেই আমার আত্মা...।
প্রশ্ন: কখনও ব্যাকআপ ডান্সার হিসাবে থেকেছ?
দীপান্বিতা: না।
প্রশ্ন: খুকুমণি কি সিঙ্গেল?
দীপান্বিতা: খুকুমণি সিঙ্গেল না। এবার যদি দীপান্বিতাকে নিয়ে প্রশ্ন করা হয়...তাহলে এখন একটু সিক্রেট থাক।
প্রশ্ন: সোশ্যাল মিডিয়ায় প্রেমের প্রস্তাব পাও?
দীপান্বিতা: প্রচুর। এরকমও হয়েছে, ট্রেনে -বাসে আমার জন্য সম্বন্ধ এসে গেছে।
প্রশ্ন: প্রিয় স্ট্রিট ফুড?
দীপান্বিতা: ফুচকা।
প্রশ্ন: হরর না রোমান্টিক মুভি?
দীপান্বিতা: হরর।
প্রশ্ন: তিনটে শব্দে নিজেকে বর্ণনা করো...
দীপান্বিতা: নাচ, অভিনয় এবং খুশি।
প্রশ্ন: বয়ফ্রেন্ডের নাম অন্য কোনও বান্ধবীর নামে ফোনে সেভ করেছ কখনও?
দীপান্বিতা: বান্ধবীর নামে না, তবে বন্ধুর নামে সেভ করেছি।
প্রশ্ন: অভিনেত্রী না হলে, কী হতে?
দীপান্বিতা: নাচের প্রশিক্ষক।
প্রসঙ্গত, এবারের 'ডান্স ডান্স জুনিয়র'-র সিজনে রয়েছে একাধিক চমক। বিচারক আসনে বসছেন টলিউড সুপারস্টার দেব, অভিনেত্রী রুক্মিণী মৈত্র ও মনামী ঘোষ। প্রথমবার কোনও রিয়্যালিটি শো-তে বিচারক আসনে একসঙ্গে বসছেন দেব ও রুক্মিণী। অন্যদিকে ক্যাপ্টেন হিসাবে থাকছেন স্টার জলসার তিন ধারাবাহিকের মুখ্য অভিনেতারা। দিপান্বিতা ছাড়াও রয়েছেন গুনগুন- তৃণা সাহা (Trina Saha) ও গঙ্গারাম- অভিষেক বসু (Abhishek Bose)। এবারও সঞ্চালনার দায়িত্ব সামলাবে সৌম্যদীপ্ত সাহা (লাড্ডু ) এবং উদিতা মুন্সী। প্রতিযোগীরা আসছে গোটা দেশ থেকে।