Advertisement

রেহানার ষড়যন্ত্রে ফের ওলট পালট তিতলির জীবন! আদৌ কি বাঁচবে সে?

বাংলা ধারাবাহিক 'তিতলি' (Titli) যথেষ্ট জনপ্রিয় দর্শক মহলে। এমনকি এই সিরিয়াল নিয়ে সোস্যাল মিডিয়ায় চলে আলোচনা। তা সত্বেও বলা চলে ডিনার সারতে সারতে প্রতিদিন তিতলি-সানির জীবনে কী ঘটছে তা দেখতে বেশ আগ্ৰহী দর্শকেরা। আসছে 'তিতলি'-র সোমবারের মহাপর্ব, থাকবে টানটান উত্তেজনা।

টানটান উত্তেজনা নিয়ে আসছে 'তিতলি'-র মহাসোমবারের পর্ব
Aajtak Bangla
  • কলকাতা,
  • 07 Feb 2021,
  • अपडेटेड 11:28 AM IST
  • বাংলা ধারাবাহিক 'তিতলি' যথেষ্ট জনপ্রিয় দর্শক মহলে।
  • আসছে 'তিতলি'-র সোমবারের মহাপর্ব, থাকবে টানটান উত্তেজনা।
  • এই সিরিয়াল নিয়ে সোস্যাল মিডিয়ায় চলে আলোচনা।

বাংলা ধারাবাহিক 'তিতলি' (Titli) যথেষ্ট জনপ্রিয় দর্শক মহলে। এমনকি এই সিরিয়াল নিয়ে সোস্যাল মিডিয়ায় চলে আলোচনা। তা সত্বেও বলা চলে ডিনার সারতে সারতে প্রতিদিন তিতলি-সানির জীবনে কী ঘটছে তা দেখতে বেশ আগ্ৰহী দর্শকেরা। আসছে 'তিতলি'-র সোমবারের মহাপর্ব, থাকবে টানটান উত্তেজনা।

ছোটবেলা থেকেই তিতিলির স্বপ্ন পাইলট হওয়ার। কিন্তু ছোট বয়সেই এক প্লেন ক্র্যাশের আওয়াজে নষ্ট হয়ে যায় তিতিলির শোনার ক্ষমতা। তবে নিজের স্বপ্নকে ভাঙতে দেয়নি তিতলি, পাইলট হওয়ার স্বপ্ন নিয়েই বড় হয় সে। এরপর গল্পের মোড় যেদিকে যায়। তাতে তিতলির বিয়ে হয় সানির সঙ্গে। সানি তিতলির পাশে দাঁড়ায়। কিন্তু বাড়ির চাপে স্বপ্ন যখন ভেঙে চুরমার। 

অনেক লড়াই শেষে স্বপ্নপূরণ হয়েছে তিতলির। তাঁর সাফল্যে গোটা পরিবারে আজ খুশির হাওয়া। কিন্তু রেহানার ষড়যন্ত্রে ফের ওলটপালট তিতলির জীবন। এত দিনের লড়াইয়ের পর ফের এ যেন এক নতুন ঝড়।

আরও পড়ুন: খুশিতে ডগমগ ইউভান! রীতিমতো সাড়া দিচ্ছে একরত্তি, দেখুন সেই ভিডিয়ো

তিতলির বিরুদ্ধে উঠল সোনা পাচারের অভিযোগ! অপরাধীদের ধরিয়ে দেবে সে।  কিন্তু নিজেকে নির্দোষ প্রমাণ করার আগেই ভয়াবহ দুর্ঘটনার কবলে তিতলি। সানির কাছে হঠাৎই খবর আসে তাঁর বিমান দুর্ঘটনা হয়েছে। ফোন পেয়েই রীতিমতো ভেঙে পড়ে সে। পরিবারের বাকিরাও দুশ্চিন্তায়।

তিতলি কী পারবে রেহানার পাতা মারণফাঁদ কেটে বেরিয়ে এসে নিজেকে নির্দোষ প্রমাণ করতে? এইসব প্রশ্নের উত্তর মিলবে 'তিতলি'-এর মহাসোমবার, ৮ ফেব্রুয়ারি রাত ১০.৩০ টায় স্টার জলসা ও স্টার জলসা HD-তে।

আরও পড়ুন: এবার 'গৃহমন্ত্রক' সামলানোর দায়িত্ব পেলেন স্বস্তিকা! সৌজন্যে অর্জুন দত্তের 'শ্রীমতী'

Advertisement

প্রসঙ্গত, কিছুদিন আগে ধারাবাহিকে দেখা যায় জীবনে প্রথমবার প্লেনে চড়ার সুযোগ আসে তিতলির। কিন্তু গল্পে আসে টুইস্ট। আচমকা অসুস্থ হয়ে পড়েন পাইলট। আর তারপরই দেখা যায় তিতিলি প্লেন চালাচ্ছে ককপিটে বসে। হাসির রোল উঠেছিল নেটদুনিয়ায়। প্রশ্ন ওঠে, কোনও প্রশিক্ষণ না নিয়ে কীভাবে প্লেন চালাচ্ছে তিনি।

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement