Advertisement

Phaguner Mohona Serial: জুটি বাঁধছেন অ্যানমেরি- সিদ্ধার্থ, আসছে 'ফাগুনের মোহনা'

New Bangla Serial: এখনও প্রকাশ্যে না এলেও, নতুন এই মেগার প্রোমোর শ্যুটিং হয়ে গেছে বলেই খবর টেলিপাড়া সূত্রে। সব ঠিক থাকলে, খুব শীঘ্রই সম্প্রচার শুরু হবে।

অভিনেতা অ্যানমেরি টম ও সিদ্ধার্থ সেনঅভিনেতা অ্যানমেরি টম ও সিদ্ধার্থ সেন
Aajtak Bangla
  • কলকাতা,
  • 10 Jan 2023,
  • अपडेटेड 8:29 PM IST

আগের বছরের মতো ২০২৩ সালেও শুরু হচ্ছে একাধিক নতুন বাংলা ধারাবাহিক (New Bengali Serial)। জোড়দার টেক্কা চলছে বাংলা টেলিভিশনে (Bengali Television)। সে তালিকায় যোগ হল 'ফাগুনের মোহনা' (Phaguner Mohona) -র নাম। সান বাংলায় আসতে চলেছে এই নতুন মেগা। এখনও প্রকাশ্যে না এলেও, নতুন এই মেগার প্রোমোর শ্যুটিং হয়ে গেছে বলেই খবর টেলিপাড়া সূত্রে। সব ঠিক থাকলে, খুব শীঘ্রই সম্প্রচার শুরু হবে। ধারাবাহিকে জুটি বাঁধবেন অ্যানমেরি টম (Annmary tom) ও সিদ্ধার্থ সেন (Siddhartha Sen)। 

দুই অভিনেতা ছাড়াও রয়েছেন টেলিপাড়ার একঝাঁক চেনা মুখ। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন কৌশিক বন্দ্যোপাধ্যায়, তুলিকা বসু, চান্দ্রেয়ী ঘোষ, সাগ্নিক চট্টোপাধ্যায়, পিয়ালী বসু, লেখা চট্টোপাধ্যায়, কল্যাণী মন্ডল, অনামিকা চক্রবর্তী, অরিত্র দত্ত, সুমিত সমদ্দার, কাঞ্চনা মৈত্র, সঞ্জীব সরকার, রুম্পা চট্টোপাধ্যায়ের মতো শিল্পীরা। 

 

আরও পড়ুন

'ফাগুনের মোহনা' পরিচালনার দায়িত্ব সামলাবেন ভিক্টর। কাহিনি লিখেছেন স্বদীপ এবং চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন সুদীপ পাল। শিল্প নির্দেশনায় রয়েছেন আনন্দ আঢ্য। মেগার টাইটেল ট্র্যাক গেয়েছেন ইমন চক্রবর্তী ও তিমির বিশ্বাস। সঙ্গীত পরিচালনা প্রাঞ্জল দাসের। ফিরদৌসুল হাসান, প্রবাল হালদার ও কল্লোল দাসের প্রযোজনায় আসছে নতুন ধারাবাহিকটি। 

এক তরুণ, অত্যন্ত সফল  ও অহংকারী সুপারস্টার আয়ুষ এবং গ্রামের এক অতি সাধারণ মেয়ে রুমঝুমকে কেন্দ্র করে তৈরি হচ্ছে  'ফাগুনের মোহনা'-র গল্প। একেবারে ভিন্ন  জগৎ এবং মেরুর দু'জনের, জীবন ও ভাগ্য কীভাবে মিলে যায়, সেটাই এখন দেখার। আয়ুষের জীবনে রুমঝুমের কোনও গুরুত্ব নেই। অন্যদিকে রুমঝুমের জন্য আয়ুষ তার গোটা পৃথিবী। আয়ুষের জন্য গ্রাম ছেড়ে শহরে আসে সাদামাটা মেয়ে রুমঝুম। কীভাবে আয়ুষের সঙ্গে দেখা হবে তার? রুমঝুম কি পারবে এই বড় শহরের হাজার ঝামেলার মধ্যে বাঁচতে? এই সব প্রশ্নের উত্তর মিলবে খুব শীঘ্রই। 

Advertisement

 

 

প্রসঙ্গত, এর আগে  'গ্রামের রানি বীণাপানি' ধারাবাহিকে মুখ্য চরিত্রে সকলের মন জয় করেছেন অ্যানমেরি। সোশ্যাল  মিডিয়ায় তিনি খুবই সক্রিয় থাকেন। নতুন জুটি অ্যানমেরি- সিদ্ধার্থকে কতটা ভালোবাসা দেন দর্শকেরা, তা সময়ই বলবে। 
 

Read more!
Advertisement
Advertisement