Advertisement

Shagufta Ali: সোনু সুদের কাছে আর্থিক সাহায্য চাইলেন শগুফতা! কী বললেন 'মসিহা'?

আর্থিক বিপর্যয়ের মধ্যে পড়ে কাজ চাইছেন টেলিভিশন অভিনেত্রী শগুফতা আলি (Shagufta Ali) এবং সব রকম চেষ্টা করছেন এই অর্থনৈতিক সমস্যা থেকে মুক্তি পেতে। এই মুহূর্তে সংবাদের শিরোনামে। এবার সাহায্য চাইলেন অভিনেতা সোনু সুদের কাছে।

সনু সুদের কাছে সাহায্য চাইলেন শগুফতা আলি সনু সুদের কাছে সাহায্য চাইলেন শগুফতা আলি
Aajtak Bangla
  • মুম্বই,
  • 07 Jul 2021,
  • अपडेटेड 12:26 PM IST
  • অর্থনৈতিক সংকটে রয়েছেন টেলিভিশন অভিনেত্রী শগুফতা আলি।
  • সংবাদমাধ্যমকে সম্প্রতি সেই কথা জানিয়েছেন অভিনেত্রী।
  • তিনি সাহায্য চাইলেন অভিনেতা সোনু সুদের কাছে।

হিন্দি টেলিভিশন অভিনেত্রী শগুফতা আলি (Shagufta Ali) এই মুহূর্তে সংবাদের শিরোনামে। সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি জানান, গত ২০ বছর ধরে অসুস্থ। স্তন ক্যান্সারের তৃতীয় স্টেজে রয়েছেন তিনি। যার চিকিৎসার জন্য টাকা দরকার। কিন্তু সেই টাকা তাঁর কাছে নেই। সেই সঙ্গে ডায়বেটিস ও অন্যান্য শারীরিক অসুস্থতা রয়েছে তাঁর। আর্থিক বিপর্যয়ের মধ্যে পড়ে কাজ চাইছেন এবং সব রকম চেষ্টা করছেন এই অর্থনৈতিক সমস্যা থেকে মুক্তি পেতে। 

শগুফতা আলি এর আগে জানিয়েছিলেন, এই সমস্যার কথা তিনি এই প্রথম সংবাদমাধ্যমে কথা বলছেন। এর আগে ঘনিষ্ট কয়েকজন বন্ধু ছাড়া এ ব্য়াপারে কাউকে কিছু জানাননি। অভিনেত্রী এরপর জানালেন, এই খবর সামনে আসতেই সিনে অ্যান্ড টিভি অ্যাসোসিয়েশন (Cine And TV Artistes' Association/ CINTAA) -র তরফ থেকে তাঁকে যোগাযোগ করা হয়। কিন্তু খুব অল্প পরিমাণ অর্থ তাঁকে দেওয়ার কথা বলায়, সেই অর্থ নিতে তিনি রাজি হননি। এমনকি তিনি অভিনেতা সোনু সুদের (Sonu Sood) কাছে সাহায্য চেয়েছেন। কিন্তু তিনি জানতে পারেন, সোনু শুধুমাত্র পরিষেবা দেন, তবে তিনি আর্থিক সংকটে ভুগছেন এমন লোকদের সহায়তা করেন না। 

আরও পড়ুন

এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে শগুফতা আলি ফের বলেন, "আমি কারও কাছে কোনও রকম সাহায্য পাইনি। কিছুদিন আগে আমায় CINTA-র তরফ থেকে যোগাযোগ করা হয়, কিন্তু আমি সেই অর্থ নিতে বারণ করে দিয়েছি কারণ খুব কম অর্থ দেওয়া হচ্ছিল। সেটা আমার কোনও কাজে লাগতো না। আমি এই সংস্থার সক্রিয় সদস্য ছিলাম। আমি সোনু সুদকে যোগাযোগ করারও চেষ্টা করি। কিন্তু কোনও কাজ হয়নি তাতেও।"

প্রসঙ্গত, ৩৬ বছর ধরে অভিনয় জগতে রয়েছেন শগুফতা আলি। তিনি টিভি জগতে বেশ জনপ্রিয় নাম। তিনি 'সানস', 'শশুরাল সিমর কা', 'বেপনাহ' -র মতো প্রায় ২০ টিভি সিরিয়ালে অভিনয় করেছেন। 

 

Read more!
Advertisement
Advertisement