Khorkuto,Trina Saha: নতুন বছর আসার আগেই সুখবর টেলিপাড়ায় (Bengali Television)। মা হতে চলেছেন অভিনেত্রী তৃণা সাহা (Trina Saha)। যদিও তা রিয়েল লাইফে নয়, রিলে। অর্থাৎ খুব শীঘ্রই এই সুখবর পেতে চলেছেন, জনপ্রিয় ধারাবাহিক 'খড়কুটো' (Khorkuto)-র ফ্যানরা। আর সেই আভাস মিলেছে চ্যানেলের তরফে।
বর্তমানে সম্প্রচারিত বাংলা টেলিভিশনের প্রথম সারির ধারাবাহিকগুলির (Bengali Serials) মধ্যে 'খড়কুটো' একেবারে প্রথমের দিকেই আসে। মিম, ট্রোল, সোশ্যাল মিডিয়ার ঝড় কাটিয়েও দর্শকদের মনের কাছে রয়েছে 'খড়কুটো'।
সম্প্রতি সামনে আসা প্রোমোতে দেখা যাচ্ছে, সান্তা সেজে পরিবারের সকলের জন্য লুকিয়ে উপহার রাখছে গুনগুন। তবে ঘরে এসে 'ক্রেজি'-বাবিনের জন্য উপহার রাখতে গিয়ে তাঁকে খুঁজে পায় না সে। হঠাৎই চোখ পড়ে বিছানার দিকে। টুনির আলোয় সাজানো উপহার। কাছে গিয়ে গুনগুন হাতে নিয়ে দেখে একটা ছোট্ট পুতুল এবং চিরকুটে লেখা 'লিটল গুনগুন'।
প্রশ্ন উঠছে তাহলে কী এবার মা হতে চলেছেন গুনগুন? নাকি বাবিন উপহার স্বরূপ স্ত্রীয়ের কাছ থেকে এই উপহার চাইছেন? এর আগেও দেখা গেছে, পাহাড়ে গিয়ে আদরমাখা মুহূর্ত কাটিয়েছে তারা। গুনগুনের 'তিন্নি দিদি' নামক ঝড়, কাটতেই আরও কাছাকাছি এসেছে 'সৌগুন'। তবে সত্যি কী, তা জানা যাবে খুব শীঘ্রই।
এক সময়ের রেটিং চার্টের শীর্ষে থাকা এই ধারাবাহিকের রেটিং ওঠা নামা করতে থাকে। শেষ টিআরপি তালিকা (TRP List) অনুসারে, গত সপ্তাহে একেবারে ভাল স্কোর হয়নি 'খড়কুটো'-র। প্রথম দশের মধ্যে ছিল না এই মেগা। কিছুদিন আগেই সম্প্রচারিত হয়েছে কালিম্পং পর্ব। তবুও তা মনে দাগ কাটতে পারেনি দর্শকদের। মনে করা হচ্ছে, সেজন্যেই নতুন ট্যুইস্ট আসতে চলেছে গল্পে।