Advertisement

TRP: হাড্ডাহাড্ডি লড়াই মিঠাই- গৌরীর! এই সপ্তাহে সেরার সেরা কে?

Bengali Serial BARC 2022 34th week TRP List: একে অপরকে জোরদার টক্কর দিচ্ছে মেগাগুলি। সমস্ত ধারাবাহিকগুলোই চেষ্টা করছে বিশেষ কিছু পর্বের মাধ্যমে দর্শকদের মনোরঞ্জন করার। রেটিং চার্টে ধারাবাহিকগুলির স্থান পরিবর্তন হয়েছে গত সপ্তাহের তুলোনায়। 

এই সপ্তাহের রেটিং চার্ট
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 02 Sep 2022,
  • अपडेटेड 2:31 PM IST

Bengali Serial BARC TRP List: কোন ধারাবাহিক কেমন স্কোর করেছে, তা জানার উপায় টিআরপি (TRP)। হাড্ডাহাড্ডি লড়াই চলছে বাংলা টেলিভিশনে (Bengali Television)। বাংলা ধারাবাহিকের দর্শকেরা অপেক্ষা করেন বৃহস্পতিবারের। কারণ সাধারণত সপ্তাহের এই দিনই টিআরপি বেরনোর দিন। তবে মাঝে মধ্যে শুক্রবার প্রকাশ্যে আসে রেটিং চার্ট। এই সপ্তাহেও সেই ঘটনাই ঘটল। আজ (শুক্রবার) সামনে এলো বাংলা ধারাবাহিকের (Bangla Serial) গত সপ্তাহের মার্কশিট। দেখে নিন আপনার প্রিয় ধারাবাহিক কোন স্থানে রয়েছে।  

বেশ কয়েক সপ্তাহ পর, শীর্ষ স্থান হাতছাড়া হল 'মিঠাই'(Mithai)-র। এবার চমক দিয়ে ৮.২ পেয়ে, প্রথম 'গৌরী এলো'(Gouri Elo)। একেবারে সামান্য তফাৎ দ্বিতীয় স্থানাধিকারীর সঙ্গে। ৮.১ নম্বর পেয়ে এবার দ্বিতীয় স্থানে 'মিঠাই'। একধাপ উঠে তৃতীয় 'গাঁটছড়া'(Gantchhora)-র প্রাপ্তি ৭.৮। চতুর্থ স্থানে 'আলতা ফড়িং'(Aalta Phoring)-র ঝুলিতেও ৭.৭।  পঞ্চমে 'লক্ষ্মী কাকিমা সুপারস্টার'(Lokkhi Kakima Superstar) পেয়েছে ৭.৩।

আরও পড়ুন: 'বিগ বস'-র প্রতিযোগী নুসরত? সলমনের ডাকে মুম্বইয়ে সাংসদ-নায়িকা

 এবারও ষষ্ঠ স্থান দখল করেছে 'ধুলোকণা'(Dhulokona), এবং পেয়েছে ৭.২। সপ্তমে 'উমা' (Uma), প্রাপ্তি ৬.৭। অষ্টম স্থানে 'অনুরাগের ছোঁয়া' (Anurager Chhowa), পেয়েছে ৬.৩। নবমে 'মাধবীলতা' (Madhabilata)-র ঝুলিতে ৬.২ নম্বর। অন্যদিকে দশম স্থান বহাল বাড়ি'(Khelna Bari)-র। এই মেগা পেয়েছে ৫.৯।

প্রথম দশে কোন মেগা (Top 10 Bangla Serials in TRP)

* প্রথম - গৌরী এলো (৮.২)

* দ্বিতীয় - মিঠাই (৮.১) 

* তৃতীয় - গাঁটছড়া (৭.৮)  

* চতুর্থ - আলতা ফড়িং (৭.৭)  

* পঞ্চম - লক্ষ্মী কাকিমা সুপারস্টার (৭.৩)

* ষষ্ঠ - ধুলোকণা (৭.২) 

* সপ্তম-  উমা (৬.৭)

Advertisement

* অষ্টম - অনুরাগের ছোঁয়া (৬.৩) 

* নবম - মাধবীলতা (৬.২) 

* দশম - খেলনা বাড়ি (৫.৯) 

আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর দুর্গাপুজোর র‍্যালিতে এক ফ্রেমে মিমি- শুভশ্রী! হাজির মোহর- মিঠাইরাও

শুরুতেই ভাল স্কোর 'মাধবীলতা' (Madhabilata)-র। 'সাহেবের চিঠি' (Saheber Chithi), 'এক্কা দোক্কা' (Ekka Dokka), 'লালকুঠি' (LalKuthi), বোধিসত্ত্বর বোধবুদ্ধি' (Bodhisattwor Bodhbuddhi)-র মতো ধারাবাহিকগুলি অন্য সপ্তাহে প্রথমে দশে থাকলেও, এবার কেউই স্থান পায়নি। শুরু হয়েছে 'জগদ্ধাত্রী' (Jagadhdhatri), আসছে 'হরগৌরী পাইস হোটেল' (Horoguri Pice Hotel)-র মতো আরও একাধিক ধারাবাহিক। দর্শকদের মনোরঞ্জন করার জন্য, প্রতিটা গল্পে আসছে নতুন নতুন ট্যুইস্ট। বারবার পরিবর্তন হচ্ছে সম্প্রচারের সময়। তাই টিআরপি -র লড়াইয়ে কে এগিয়ে থাকে তা বোঝা যাবে আগামী কয়েকদিনের রেটিং চার্ট দেখে। 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement