Advertisement

Uday Pratap- Anamika Marriage: সানাই বাজতে চলেছে টেলিপাড়ায়, বিয়ে করছেন উদয়- অনামিকা?

Uday Pratap Singh- Anamika Chakraborty Marriage: টেলিপাড়ার জনপ্রিয় জুটি উদয় প্রতাপ সিং এবং অনামিকা চক্রবর্তী। নিজেদের সম্পর্ক নিয়ে কখনও লুকোছাপা করেননি তাঁরা।

উদয় প্রতাপ সিং ও অনামিকা চক্রবর্তী (ছবি: ফেসবুক)উদয় প্রতাপ সিং ও অনামিকা চক্রবর্তী (ছবি: ফেসবুক)
Aajtak Bangla
  • কলকাতা,
  • 19 Mar 2023,
  • अपडेटेड 11:23 AM IST

সানাই বাজতে চলেছে টেলিপাড়ায় বিয়ে করতে চলেছেন টেলিপাড়ার জনপ্রিয় জুটি উদয় প্রতাপ সিং (Uday Pratap Singh) এবং অনামিকা চক্রবর্তী (Anamika Chakraborty)। নিজেদের সম্পর্ক নিয়ে কখনও লুকোছাপা করেননি তাঁরা। এর আগে বিভিন্ন ধারাবাহিকে একাধিক বার আলাদাভাবে বিয়ের পিঁড়িতে বসেছেন দু'জনেই। তবে এবার বাস্তবে সাত পাকে বাঁধা পড়বেন উদয়- অনামিকা (Uday- Anamika)। 

উদয়- অনামিকা দু'জনেই ছোটপর্দার চেনা মুখ। দু'জনেরই বিপুল সংখ্যক ফ্যান রয়েছে। প্রায় আড়াই বছর ধরে সম্পর্কে রয়েছেন তাঁরা। সম্প্রতি এক সাক্ষাৎকারে বিয়ে নিয়ে মুখ খোলেন উদয়। অভিনেতা বলেন,"প্ল্য়ানিং চলছে। সবটা চূড়ান্ত হলে নিশ্চয় জানাব। ইচ্ছা আছে এই বছরই আমাদের সম্পর্ককে পরের ধাপে নিয়ে যাওয়ার। এবছরই ইচ্ছে আছে বিয়ের।  আমরা প্রায় আড়াই বছর ধরে সম্পর্কে রয়েছি।" 

আরও পড়ুন

'কী করে বলব তোমায়' ধারাবাহিকে অভিনয় করেছেন উদয় প্রতাপ সিং। এই মুহূর্তে 'মিঠাই'-র পাশাপাশি 'নিম ফুলের মধু' ধারাবাহিকে দেখা যাচ্ছে তাঁকে। অন্যদিকে অনামিকা মূলত জনপ্রিয়তা অর্জন করেছেন 'এখানে আকাশ নীল' ধারাবাহিকের মাধ্যমে। এছাড়াও 'উড়ন তুবড়ি', 'মহাপীঠ তারাপীঠ', 'লালকুঠি'-র মতো ধারাবাহিকে দেখা গেছে তাঁকে। 

প্রসঙ্গত, 'মিঠাই'-র সহ-অভিনেতা আদৃত রায়, উদয়ের খুব ভাল বন্ধু। সাক্ষাৎকারে বিয়ের কথা বলার সময় উদয়ের পাশেই ছিলেন আদৃত। প্রিয় বন্ধুর বিয়ের কথা শুনে উচ্ছ্বসিত নায়ক বলেন, "অনামিকা আমাদের পরিবারের মতো। অনেক বছর ধরে ওদের সম্পর্ক। ওরা দু'জনেরই আমার খুব কাছের। অনামিকা আশেপাশে থাকলে খুব ভাল লাগে। অনামিকাকে আমিও খুব ভালোবাসি, সম্মান করি। খুব ভাল মেয়ে। আমি দারুণ খুশি যে ওরা ফাইনালি একটা সিদ্ধান্ত নিচ্ছে। আর উদয় সেটেল করার প্ল্যান করছে মানে আমার একটা বড় ভূমিকা থাকছে সেখানে।" 

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement