Advertisement

মনোরঞ্জন

৩০-শে শুভশ্রী! দেখুন নায়িকার বিশেষ কিছু মুহূর্তের ছবি

Aajtak Bangla
Aajtak Bangla
  • 03 Nov 2020,
  • Updated 4:12 PM IST
  • 1/18

৩ নভেম্বর টলিউডের ক্যুইন শুভশ্রী গাঙ্গুলীর জন্মদিন। রাত থেকেই অন্যান্য তারকাদের সঙ্গে অভিনেত্রীকে শুভেচ্ছা বার্তা পাঠাচ্ছেন তাঁর অসংখ্য অনুগামীরা।
 

  • 2/18

জন্মদিনে স্ত্রীকে বিশেষ শুভেচ্ছা জানিয়ে রাজ চক্রবর্তী লিখেছেন, " তোমার সম্পর্কে ভাবতে গেলেই আমি বাকরুদ্ধ হয়ে যাই। কী বলবো বুঝে উঠতে পারিনা। আমার শব্দভাণ্ডার ফুরিয়ে আসে। আমি বোঝাতে পারবো না আমি তোমাকে পেয়ে কতটা খুশি এবং সৌভাগ্যবান। তুমি সব কিছুর ঊর্ধ্বে। সব সময় খুব হাসিখুশি থাকো। এবং তুমি যেইরকম, ঠিক সেইরকমই থাকো। ভালোবাসি তোমায়"। 

  • 3/18

এই বছর নায়িকার জন্মদিন তাঁর জীবনে অন্যান্য বছরের থেকে স্পেশাল। 

  • 4/18

গত ১২ সেপ্টেম্বর শুভশ্রী এবং রাজের কোলে এসেছে ছোট্ট ইউভান।

  • 5/18

 ইতিমধ্যেই জনপ্রিয় হয়ে উঠেছে স্টার কিড ইউভান। শুভশ্রীও মাঝে মধ্যেই শেয়ার করেন ছেলের সঙ্গে ছবি।

  • 6/18

'পিতৃভূমি' ও 'বাজিমাত' ছবিতে পার্শ্ব চরিত্রে অভিনয় করে টলি পাড়ায় কাজ শুরু হলেও, ২০০৯ সালে 'চ্যালেঞ্জ' ছবিতে 'পূজা' চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জিতেছিলেন শুভশ্রী।

  • 7/18

এরপর তাঁর অভিনীত 'পরাণ যায় জ্বলিয়া রে', 'খোকাবাবু', 'বস'- র মত একাধিক কমার্শিয়াল ছবি বক্স অফিসে হিট করে। 

  • 8/18

সুপারস্টার দেবের সঙ্গে সেই সময় সম্পর্কে জড়িয়েছিলেন শুভশ্রী। শোনা যায় তাঁদের সম্পর্কের বিচ্ছেদের পর, দীর্ঘদিন সময় লেগেছিল তাঁর স্বাভাবিক ছন্দে ফিরতে।

  • 9/18

২০১৮ সালের মে মাসে শুভশ্রী বিয়ে করেন পরিচালক রাজ চক্রবর্তীকে। 

  • 10/18

তারপর থেকে সোশ্যাল মিডিয়ায় উঁকি মারলেই দেখা যায় 'রাজ শুভ'-র প্রেম।

  • 11/18

ফ্যানেদের জন্যে তাঁরা নিজেদের অন্দরমহলের গল্প অবধি শেয়ার করেন।
 

  • 12/18

মা হওয়ার জন্যে দীর্ঘ দিন বিরতি নিলেও, আবার শীঘ্রই কাজে ফিরতে চাইছেন শুভশ্রী। কিছুদিন আগেই জিমে শরীরচর্চার একটি ছবি শেয়ার করেছিলেন তিনি।

  • 13/18

 শুভশ্রী অভিনীত মুক্তি প্রাপ্ত শেষ ছবি 'পরিণীতা'-এ মেহুল চরিত্রে তাঁকে দর্শকরা যথেষ্ট পছন্দ করেছেন। 

  • 14/18

'পরিণীতা'-র  সাফল্যের পর 'ধর্মযুদ্ধ' মুক্তি পাওয়ার কথা ছিল। তবে লকডাউনের জন্যে ছবি মুক্তি পিছিয়ে যায়। 'ধর্মযুদ্ধ' মুক্তি পাবে ২০২১ সালের শুরুতে।

  • 15/18

অন্যদিকে মা হওয়ার পর শুভশ্রীর প্রথম ছবি 'হাবজি গাবজি'-র পোস্টার ইতিমধ্যে সকলের সামনে এসেছে। চলতি বছরের বড়দিনে আসতে চলেছে ছবিটি। 
 

  • 16/18

'হাবজি গাবজি' ছবির শুটিং আগেই শেষ করে রেখেছিলেন পরিচালক রাজ চক্রবর্তী। অনলাইন গেমের প্রতি আসক্তি নিয়ে তৈরি হয়েছে এই ছবি।
 

  • 17/18

দর্শকরা অপেক্ষা করে আছেন 'রাজ-শুভ' জুটির দুই মাস্টার স্ট্রোক ছবির। 
 

  • 18/18

সব মিলিয়ে আশা করা যায় চলতি বছরের জন্মদিনে পরিবারের নতুন অতিথিকে নিয়ে খুব ভালোই কাটবে শুভশ্রী গাঙ্গুলীর।

Advertisement
Advertisement