Advertisement

টলিউড

Abbar Kanchenjungha: পাহাড়ের কোলে ঘটবে 'মিরাকল'! ট্রেলারে প্রত্যাশা বাড়াল রাজর্ষির 'আবার কাঞ্চনজঙ্ঘা'

সৌমিতা চৌধুরী
  • কলকাতা ,
  • 02 Mar 2022,
  • Updated 9:28 PM IST
  • 1/15

আর হাতে গোনা দিন পরে মুক্তি পাবে রাজর্ষি দে-এর বহু প্রতীক্ষিত ছবি 'আবার কাঞ্চনজঙ্ঘা' (Abbar Kanchanjangha)। টলিপাড়ার একঝাঁক শিল্পীদের নিয়ে তৈরি এই ছবি, এই মুহূর্তে আলোচনায়। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ছবির ট্রেলার, আরও প্রত্যাশা বাড়াল দর্শকদের।  


 

  • 2/15

কিংবদন্তি সত্যজিৎ রায়ের ছবি 'কাঞ্চনজঙ্ঘা', বাংলা চলচ্চিত্র জগতে এক অন্যতম মাইলস্টোন। আর তাই তাঁকে সম্মান জানাতেই শিল্পী এ পান্ডে ও অক্ষত কে পান্ডে-এর প্রযোজনায় আসছে রাজর্ষির 'আবার কাঞ্চনজঙ্ঘা'। মঙ্গলবার ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে হাজির ছিলেন ছবির কলাকুশলী সহ টলিপাড়ার তারকারা। 

  • 3/15

'আবার কাঞ্চনজঙ্ঘা'-র নাম শুনে এই ছবিকে সত্যজিৎ রায়ের 'কাঞ্চনজঙ্ঘা'-র রিমেক ভাবলে ভুল হবে। এটি আগেই সাফ জানিয়ে দিয়েছেন পরিচালক। ছবিটি সম্পূর্ণ মৌলিক গল্প নিয়েই তৈরি হয়েছে। ছবিতে অভিনয় করেছেন কৌশিক সেন, শাশ্বত চট্টোপাধ্যায়, দেবশ্রী গঙ্গোপাধ্যায়, অর্পিতা চট্টোপাধ্যায়, তনুশ্রী চক্রবর্তী, গৌরব চক্রবর্তী, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, পদ্মনাভ দাশগুপ্ত, রূপঙ্কর বাগচী, রিচা শর্মা, বিদীপ্তা চক্রবর্তী, প্রিয়াঙ্কা রতি পাল, দেবলীনা কুমার, সোহিনী গুহ রায়, অনিন্দ্য  চট্টোপাধ্যায় সহ আরও অনেকে।  

  • 4/15

অ্যাডভোকেট নিশীথ দেবের জ্যেষ্ঠপুত্র ত্রিদেব তার তিন ভাই, সুদেব, দেবেশ, রোহিত ও বোন সেমন্তীকে তাদের দার্জিলিংয়ের পৈতৃক বাড়ি 'অভিলাষে' ডেকে পাঠায়। উপলক্ষ, ঠিক কুড়ি বছর আগের মতো একসঙ্গে বড়দিনের ছুটি কাটানো এবং ছোটবেলার স্মৃতিচারণ করা।

 

  • 5/15

অভিলাষের দেখাশোনার দায়িত্বে রয়েছে জগদীশ তামাং ও তার মেয়ে সুরিটা। বনেদি পরিবার হওয়া সত্ত্বেও যে কোনও সাধারণ পরিবারের মতো দেব পরিবারেও মধ্যেও ছিল নানা রকম জটিলতা। 
 

  • 6/15

আলাদা আলাদা কারণে, নিজেদের জীবনের ব্যস্ততা, সমস্যা এড়িয়ে সকলে ছুটে যায় পাহাড়ের কোলে -অভিলাষে। 
 

  • 7/15

হঠাৎ সকলকে অভিলাষে টেনে আনার কারণ জানায় ত্রিদিব। বৈষয়িক ক্ষতির জেরে অভিলাষ বিক্রি করার পরিকল্পনা সামনে আসে সকলের।   

  • 8/15

 সম্পর্কের টানাপোড়েনের মধ্যে বিলীন হতে থাকে ছোটবেলার দিনগুলো। আর হবে না মিরাকেল? হারিয়ে যাবে সব ম্যাজিক? 

  • 9/15

পরিস্থিতির জেরে সম্পূর্ণ নতুন আকার নেয় অভিলাষের এই পর্ব। তবুও কোথাও সকলেই বিশ্বাসী, এই 'ম্যাজিক বাড়ির' চার দেওয়ালের মধ্যেই রয়েছে সব ঠিক করে দেওয়ার ক্ষমতা। 

  • 10/15

এ যেন সব সমস্যার সমাধান, সব ভালর এক পৃথিবী। আর সেই কারণেই হয়তো 'ফেরেস্তা' হয়ে আসে একজন। সব সমস্যার সমাধান বের করে সে। আর এভাবেই সব ইচ্ছেপূরণ করে তার প্রিয়জনের। 
 

  • 11/15

আবার ফিরে আসে মিরাকেল, হয়ে ওঠে ম্যাজিক। সেরে ওঠে সম্পর্কের সব ব্যাধি। অভিলাষ থাকে অভিলাষেই... কে সেই 'ফেরেস্তা'? কীভাবে হয় সেই ম্যাজিক? আর কার ইচ্ছেপূরণ করে সে? এই সব প্রশ্নের উত্তর মিলবে খুব শীঘ্রই। 
 

  • 12/15

২০২০ সালের অক্টোবরের শেষে শ্যুটিং শুরু হয় এই ছবির। দার্জিলিং, সামসিং, মূর্তি ছাড়াও উত্তরবঙ্গের আরও বেশ কিছু জায়াগা এবং কলকাতাকে শ্যুটিং লোকেশন হিসাবে বেছে নিয়েছিল টিম। 
 

  • 13/15

'আবার কাঞ্চনজঙ্ঘা' ছবি পরিচালনার দায়িত্ব সামলানোর পাশাপাশি, এই ছবির গল্পটিও লিখেছেন রাজর্ষি নিজেই। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন পদ্মনাভ দাশগুপ্ত। সিনেমাটোগ্রাফিতে রয়েছেন গোপী ভগত  ও সঙ্গীত পরিচালনা আশু চক্রবর্তীর। 

  • 14/15

ছবির গানের কথা লিখেছেন দূর্বা সেন এবং রাজর্ষি দে। প্রোডাকশন ডিজাইন নাফিসা মন্ডলের। স্টাইলিং করেছেন সাবর্ণী দাস এবং লুক সেটের পিছনে রয়েছেন অনিরুদ্ধ চাকলাদার। 
 

  • 15/15

সব ঠিক থাকলে  আগামী ১ এপ্রিল মুক্তি পাবে 'আবার কাঞ্চনজঙ্ঘা'। 

Advertisement
Advertisement