Advertisement

মনোরঞ্জন

Mirza- Ankush Hazra: নিয়ম ভাঙার গল্প বলতে আসছে 'মির্জা'! নয়া অবতারে চমক অঙ্কুশের

Aajtak Bangla
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 09 Sep 2022,
  • Updated 8:50 PM IST
  • 1/9

'মায়ের পেট থেকে চুল্লির গেট সবাই শেখায় শুধু নাম কামাতে। কিন্তু ইজ্জত কামাতে কেউ শেখায় না। ইজ্জত নিয়ম মানলে নয়, নিয়ম ভাঙলে আসে। আর এটা আমি সবাইকে শিখিয়েছি। আমার নাম না বদনাম, আমি জানি না। কিন্তু সামনে এসে দাঁড়ালে সবাই.........'।  এই সংলাপই শোনা গেল অঙ্কুশ হাজরার মুখে। 

  • 2/9

এবার একেবারে নয়া অবতারে, নতুন চমক নিয়ে সকলের সামনে মির্জা রূপে হাজির অঙ্কুশ। বৃহস্পতিবার সামনে এলো তাঁর নতুন ছবি 'মির্জা'- র টিজার। লঞ্চ অনুষ্ঠানে মির্জা লুকেই সকলের সামনে ধরা দিলেন অভিনেতা। 

  • 3/9

 রক্তিম চট্টোপাধ্যায়ের প্রযোজনায়, নেক্সজেন ভেঞ্চার ও অঙ্কুশ হাজরা মোশান পিকচার্স- এর ব্যানারে আগামী বছর (২০২৩) ইদে, মুক্তি পাবে এই কমার্শিয়াল ছবিটি।

  • 4/9

ছবি পরিচালনার দায়িত্ব সামলাছেন পরিচালক সুমিত- সাহিল। এর আগে 'ম্যায় হু না' ছবিতে শাহরুখ খানের সঙ্গে কিছু দৃশ্যে দেখা গিয়েছিল তাঁদের। এবার বাংলা ছবি পরিচালনা করবেন জুটি। 

  • 5/9

'মির্জা'-এ অঙ্কুশের এই লুক ইতিমধ্যে প্রশংসা কুড়িয়েছে। ছবির টিজার দেখলে ভাল ও খারাপ কোনটা কেমন, তা গুলিয়ে যাবে অনেকেরই। মান না সম্মান কোনটা আয় করা বেশি প্রয়োজনীয়, প্রশ্ন তুলবে 'মির্জা'। 

  • 6/9

মুখ্য চরিত্রে অভিনয়ের পাশাপাশি এই ছবির নিবেদকও অঙ্কুশ। অভিনেতার পাশপাশি এবার প্রযোজকের দায়িত্ব পালন করতে দেখা যাবে তাঁকে। তিনি শুরু করেছেন নিজের প্রযোজনা সংস্থা 'অঙ্কুশ মোশন পিকচার্স'। 
 

  • 7/9

এদিন ছবির প্রথম টিজার নিজের সোশ্যাল পেজে শেয়ার করে অঙ্কুশ লেখেন, "মির্জার সঙ্গে সকলের পরিচয় করিয়ে দিলাম, ২০২৩ সালের ইদে সব নিয়ম ভাঙতে দেখবেন তাকে...।"

 

  • 8/9

বলাই বাহুল্য জীবনের এক অন্য ইনিংস শুরু করতে চলেছেন অঙ্কুশ হাজরা। যা দেখে দারুণ উৎসাহী ফ্যানেরা। 
 

  • 9/9

 তবে অঙ্কুশ ছাড়া এই অ্যাকশনধর্মী ছবিতে আর কে কে আছেন, তা এখনও জানা যায়নি। 

Advertisement
Advertisement