বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোয়, আরও একাধিক প্ল্যানের সঙ্গে পুজোয় ছবি রিলিজ একটা ট্রেন্ড। গত কয়েকবারের ট্রেন্ড অনুযায়ী ফেস্টিভ মুডে বাঙালিকে হলমুখী করতে ভিড়ে সামিল হন একাধিক নির্মাতা ও প্রযোজনা সংস্থাগুলি। এই বছর সেই তালিকায় রয়েছে 'গোলন্দাজ' (Golondaaj) ছবিটি।
১০ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে 'গোলন্দাজ'। তার আগের দিন শহরের একটি মাল্টিপ্লেক্সে হয়ে গেল এই স্পোর্টস ফিল্মের প্রিমিয়ার।
'গোলন্দাজ' -র প্রিমিয়ারে হাজির ছিলেন ছবির কলা-কুশলীরা সহ আরও একাধিক টলিপাড়ার তারকারা। বলা চলে এদিন কার্যত হয়েছিল চাঁদের হাঁট।
২০২০ সালের ফেব্রুয়ারি মাস নাগাদ খবর চাউর হতেই দর্শকদের মনে উত্তেজনা শুরু হয় নতুন ছবি 'গোলন্দাজ'-কে ঘিরে।
এসভিএফ প্রযোজিত এবং ধ্রুব ব্যানার্জি পরিচালিত 'গোলন্দাজ' ছবিতি তৈরি হয়েছে ফুটবলের জনক নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর জীবনকে কেন্দ্র করে।
নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর চরিত্রে অভিনয় করছেন টলিউড সুপারস্টার দেব। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অনির্বাণ ভট্টাচার্য, ঈশা সাহা, ইন্দ্রাশিষ রায়, শ্রীকান্ত আচার্য, জন ভট্টাচার্য, অ্যালেক্স ও নিল এবং অন্যান্যরা।
নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী-র স্ত্রী কমলিনীর ভূমিকায় অভিনয় করেছন ইশা সাহা। দেব ও ইশার অনস্ক্রিন রসায়ন চোখে পড়ার মতো।
'গোলন্দাজ'-র গল্প ফুটবল কেন্দ্রিক হলেও ইংরেজদের সঙ্গে সংঘাতের আবহে তা খানিকটা স্বাধীনতার যুদ্ধেও পরিণত হয়েছিল।
বলা যায়, ছবিটি বুটের বিরুদ্ধে খালি পায়ের লড়াই। কিংবা শাসকের বিরুদ্ধে শোষিতের লড়াই।
আগে কথা ছিল স্বাধীনতা দিবসের আগে মুক্তি পাবে এই ছবি। তবে কোভিড পরিস্থিতির জন্য তা পিছিয়ে ১০ অক্টোবর, দুর্গাপুজোয় প্রেক্ষাগৃহে এসেছে 'গোলন্দাজ'!
একই সঙ্গে মুক্তি পেয়েছে বেশ কয়েকটি ছবি। ইন্ডাস্ট্রির লাভ না ক্ষতি? সম্প্রতি এই প্রশ্নের উত্তর দেব দেন আজতক বাংলাকে। তিনি জানান, "এই প্রতিযোগিতা থেকে গত তিন -চার বছর ধরে আমি নিজেকে আলাদা করে নিয়েছি। আমি যেই ধরণের কাজ করছি, অন্য কারও সঙ্গে কোনও মিল নেই। আমার চেষ্টা থাকে বাংলায় যেই গল্পগুলো আগে বলা হয়নি, কেউ সাহস করেনি, সেই গল্পগুলি মানুষের সামনে তুলা ধরা।"
সমস্ত ছবি -সংগৃহীত