২০১৯ সালে ঘোষণা হয়েছিল শিলাদিত্য মৌলিকের ছবি 'হৃদপিন্ড'-র। কিন্তু করোনা অতিমারীর জন্য পিছিয়ে যায় ছবির কাজ। মুখ্য চরিত্রে অভিনয় করছেন অর্পিতা চট্টোপাধ্যায়, সাহেব চট্টোপাধ্যায় ও প্রান্তিক বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গে করোনা পরিস্থিতি একটু স্বাভাবিক হতেই সামনে এলো ছবির টিজার।
কান সিং সোধার প্রযোজনা সংস্থা, কেএসএস প্রোডাকশনস অ্যান্ড এন্টারটেইনমেন্টের ব্যানারে আসছে 'হৃদপিন্ড'। এছাড়াও ছবিতে দেখা যাবে অনন্যা সেনগুপ্ত, অনুভব কাঞ্জিলাল, অভি মিত্র, ডাঃ দীপান্বিতা হাজারী, সুব্রত গঙ্গোপাধ্যায়, প্রদীপ চক্রবর্তী সহ অন্যান্যদের। আগামী ১৩ মে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই ছবি।
আর্যা, সোমক ও ঋকের প্রেমের গল্প 'হৃদপিন্ড'। এই প্রেমকে ঠিক ত্রিকোণ না বলা গেলেও,যেন একই সম্পর্কের সুতোয় বাঁধা তিনটি মানুষের জীবন।
ছবির চিত্রনাট্য অনুযায়ী, আর্যা সায়েন্স কলেজে পড়ান। স্বামী সোমককে নিয়ে তাদের সুখী পরিবার। সোমক তার স্ত্রীয়ের প্রতি অত্যন্ত যত্নশীল।
সব ঠিক চলচিল...কিন্তু একদিন হঠাৎই আর্যা একটি অদ্ভুত পরিস্থিতির সামনে পড়ে। ঠিক যেন অতীতে ফিরে যায় , যখন ঋকের প্রেমে পাগল ছিল সে। সে সময় তাদের ভালোবাসা ছিল অত্যন্ত আবেগপূর্ণ।
তিনজনের মধ্যেই তৈরি হয় মানসিক দ্বন্দ্ব। কীভাবে যেন একে অপরের সঙ্গে জড়িয়ে পড়ে তারা।
মানসিকভাবে ভেঙে পড়ে নিজের সত্যিকারের ভালোবাসার কাছে যাবে আর্যা?
নাকি তার 'হৃৎপিন্ড' ক্রমে পরিণত হবে নিছক পেশীতে, যেখানে সে কোনও আবেগ অনুভব করতে অক্ষম? এই সব প্রশ্নের উত্তর মিলবে ছবিতে।
'হৃদপিন্ড'-র সঙ্গীত পরিচালনা করছেন রণজয় ভট্টাচার্য। ইতিমধ্যে দারুণ জনপ্রিয় হয়েছে ছবির 'মন কেমনের জন্মদিন' গানটি।
শিলাদিত্য মৌলিক পরিচালিত 'সোয়েটার' দর্শকমহলে অত্যন্ত প্রশংসিত। এছাড়াও তাঁর হাতে রয়েছে 'থ্রি কোর্স মিল', 'মাস্টারমশাই আপনি কিছু দেখেননি', 'রেডিও', 'ছেলেধরা' সহ আরও বেশ কয়েকটি ছবি। সব মিলিয়ে এই ছবি থেকে দর্শকদের প্রত্যাশা অনেকটাই।