Advertisement

মনোরঞ্জন

ইশা ও অনুভবের 'লিভ ইন'! প্রকাশ্যে 'সহবাসে'-এর ট্রেলার, লঞ্চ অনুষ্ঠানে হাজির কলাকুশলীরা

Aajtak Bangla
Aajtak Bangla
  • 16 Feb 2021,
  • Updated 11:59 AM IST
  • 1/8

প্রথমবার জুটি বেঁধেছেন ইশা সাহা ও অনুভব কাঞ্জিলাল। ছবির নাম 'সহবাসে'। 

  • 2/8

প্রকাশ্যে এল অঞ্জন কঞ্জিলাল পরিচালিত ও মোজোটালে এন্টারটেইনমেন্টস প্রযোজিত এই ছবির ট্রেলার। অনুষ্ঠানে হাজির ছবির কলাকুশলীসহ টলি পাড়ার অন্যান্য তারকারা। এসভিএফ এন্টারটেইনমেন্টের ব্যানারে ছবিটি মুক্তি পাবে।

  • 3/8

এক বাঙালি অবিবাহিত 'কাপল' নীল এবং টুসির গল্প বলা হয়েছে এই ছবিতে। নীলের চরিত্রে অনুভব কাঞ্জিলাল এবং টুসি চরিত্রে ঈশা সাহা অভিনয় করেছেন। এছাড়াও গুরত্বপূর্ণ ও অবিচ্ছেদ্য চরিত্রে অভিনয় করেছেন সায়নী ঘোষ এবং রাহুল বন্দ্যোপাধ্যায়।

  • 4/8

'সহবাসে' এর সঙ্গীত পরিচালনা করেছেন সৌম্য রিত। সিনেমাটোগ্রাফির দায়িত্ব সামলেছেন মধুরা পলিত। ছবির গল্প লিখেছেন সুমনা কাঞ্জিলাল। 

  • 5/8

ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন সুভাশিষ মুখোপাধ্যায়, তুলিকা বসু, বিশ্বজিৎ চক্রবর্তীর মতো অভিনেতারা। গায়ক রুপংকর বাগচি দলে তার শুভেচ্ছা জানিয়েছেন। ছবিতে রুপঙ্কর বাগচি, সুবোধিতা বন্দ্যোপাধ্যায়, দুর্নিবার সাহা এবং শাওনির কণ্ঠে গান শোনা যাবে।

  • 6/8

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট পরিচালক ইন্দ্রশীষ আচার্য, অর্জুন দত্ত, শিলাদিত্য মৌলিক,আয়ুষ্মান প্রত্যুষ, অতনু বোস ও আরও অন্যান্যারা।

  • 7/8

নীল এবং টুসি 'লিভ ইন' করতে শুরু করেন। কারও কাছে তাঁরা বন্ধু তো কারও কাছে ভাই-বোন নামে পরিচয় দেন। তাঁদের পরিজনেরা তাঁদের এই গোপন 'সহবাসের' বিষয়টি জানতে পারে হঠাৎ। সমাজ কীভাবে এই 'লিভ ইন' সম্পর্ক নিয়ে প্রতিক্রিয়া জানাবে? কিংবা তাঁদের পরিবার কীভাবে প্রতিক্রিয়া জানাবে? শেষমেষ কী তাঁরা একে অপরের সঙ্গে সারা জীবন কাটাতে পারবেন? এই নিয়েই ছবির গল্প এগোয়।
 

  • 8/8

 ছবিটির পরিচালক অঞ্জন কঞ্জিলাল বেশ কয়েক বছর ধরে থিয়েটার জগতে যথেষ্ট পরিচিত। তবে চলচ্চিত্র পরিচালক হিসাবে আত্মপ্রকাশ করলেন তিনি এই ছবির মাধ্যমেই। অঞ্জনের কথায়, "লিভ-ইন বা সহবাসের ধারণাটি বছরের পর বছর ধরে প্রচলিত। প্রেম এবং বিয়ের ধারণা বিগত কয়েক বছর ধরে পরিবর্তিত হয়েছে। 'সহবাসে'- এর মাধ্যমে আমি সময়ের পরিবর্তনকে ধরার চেষ্টা করেছি। এই ছবিটি শুধু দু'জনের গল্প নয়। এটি একটি গোটা প্রজন্মের গল্প। এই ছবিটি প্রেম বা বিয়ের প্রচার করার জন্যে নয়। বরং এমন একটি গল্প বর্ণনা করা হয়েছে, যা দর্শকদের প্রেক্ষাগৃহে ফিরিয়ে আনতে সাহায্য করবে।"

আগামী ১২ মার্চ দেশ জুড়ে 'সহবাসে' প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

Advertisement
Advertisement