Advertisement

টলিউড

Jamai Shasthi 2021: অবাঙালি জামাইয়ের বাঙালিয়ানা! দেখুন ওম -মিমির প্রথম জামাই ষষ্ঠীর PHOTOS

সৌমিতা চৌধুরী
  • কলকাতা,
  • 16 Jun 2021,
  • Updated 7:12 AM IST
  • 1/6

চলতি বছরের ফেব্রুয়ারি মাসে বৈদিক মতে চার হাত এক হয়েছিল তারকা জুটি ওম সাহানি (Om Sahani) ও মিমি দত্তের (Mimi Dutta)। অবাঙালি জামাইয়ের প্রথম জামাই ষষ্ঠী। তাই আয়জনও হয়েছে স্পেশাল। 
 

  • 2/6

মিমি আজতক বাংলাকে আগেই জানিয়েছিলেন, "আমার মা-বাবা আমার শ্বশুর বাড়িতে এসে এই বছর সব আয়োজন করবেন, যেহেতু শাশুড়ি মা রয়েছেন, তাই সকলে একসঙ্গে দিনটা কাটাবো।"

  • 3/6

তিনি আরও বলেছিলেন, "ওমের প্রিয় মটন, তাই সেটা থাকছেই মেনুতে। এছাড়া আরও বিভিন্ন মাছ, ফল ও অন্যান্য যা যা নিয়ম সবই করা হবে। বাবা মায়ের ইচ্ছে ছিল আরও ভাল করে সব আয়োজন করার, কিন্তু এই বছরের পরিস্থিতি একদমই ঠিক নেই।"         
 

  • 4/6

আর সেই মতোই দেখা গেল ছবিতে। জামাই ষষ্ঠীতে নতুন জামাইয়ের পাতে পঞ্চপদ রয়েছে বললে কিছুটা ভুল হবে। কারণ মেনুতে রয়েছে আরও রকমারি বাঙালি খাবার। 

  • 5/6

নতুন বস্ত্র, উপহার, ফল- ফলাদি, পান-সুপারি, ধান- দূর্বা, বাঁশের করুল,তালের পাখা, করমচা দিয়ে শাশুড়ি মায়েরা উদযাপন করেন জামাই ষষ্ঠী। এক্ষেত্রেও অন্যথা হয়নি সেই সব নিয়ম আচারের। 
 

  • 6/6

প্রথম জামাই ষষ্ঠীতে ওম-মিমি দুজনেই সেজেছিলেন, বাঙালি পোশাকে। ওম পরেছিলেন গোলাপি রঙা পঞ্জাবি ও সাদা পাজামা। অন্যদিকে মিমির পরনে ছিল মেরুন ও সবুজ কম্বিনেশনের শাড়ি। সেই সঙ্গে মিমির মা অর্থাৎ ওমের শাশুড়ি মা জামাই যত্ন করলেন লাল পার সাদা শাড়িতে। (সমস্ত ছবি: সংগৃহীত)   

Advertisement
Advertisement