Advertisement

মনোরঞ্জন

Mitthye Premer Gaan: ইশার হাতে হাত রেখে অনির্বাণ, 'মিথ্যে প্রেমের গান'-র মিউজিক লঞ্চের PHOTOS

Aajtak Bangla
Aajtak Bangla
  • কলকাতা,
  • 21 Jan 2023,
  • Updated 11:30 AM IST
  • 1/13

চলতি বছরের ভ্যালেন্টাইন্স ডে-র আগে আসছে নতুন ছবি 'মিথ্যে প্রেমের গান'। মুখ্য চরিত্রে অনির্বাণ ভট্টাচার্য, ইশা সাহা ও অর্জুন চক্রবর্তী। 
 

  • 2/13

মিউজিক্যাল রোম্যান্টিক প্রেমের এই গল্পের পরিচালক পরমা নেওটিয়া। ছবির চরিত্র লুক আগেই প্রকাশ্যে এসেছিল। ট্রেলার যথেষ্ট সাড়া ফেলার পর, মুক্তি পেল ছবির গান। 
 

  • 3/13

নিও স্টোরিজের ব্যানারে আসছে এই নতুন ছবি। আগামী ১০ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে 'মিথ্যে প্রেমের গান'। সম্প্রতি মিউজিক লঞ্চ অনুষ্ঠানে হাজির ছিলেন কলাকুশলীরা। সকলেই এদিন সেজেছিলেন কালো রঙা পোশাকে। ছবিতে দেখুন এদিনের নানা মুহূর্ত।

  • 4/13

প্রেম ও সঙ্গীত এই দুই বিষয় এই ছবির সঙ্গে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে রয়েছে। 'মিথ্যে প্রেমের গান' ছবিতে স্বতন্ত্র সঙ্গীতশিল্পী ও গীতিকার অভিকের চরিত্রে দেখা যাবে অনির্বাণকে।
 

  • 5/13

 ইশা সাহাকে ছবিতে দেখা যাবে একজন সাংবাদিকের ভূমিকায়। এখানে তাঁর চরিত্রের নাম অন্বেষা।

  • 6/13

অন্যদিকে অর্জুন এছবিতে একজন শাস্ত্রীয় গায়ক- আদিত্যর চরিত্রে অভিনয় করছেন।
 

  • 7/13

এই তিন অভিনেতা ছাড়া অন্য চরিত্রে রয়েছেন অনুষা বিশ্বনাথন, সৌম্য মুখোপাধ্যায় সহ অন্যান্যরা। 
 

  • 8/13

'মিথ্যে প্রেমের গান'-র সঙ্গীত পরিচালনা করেছেন কুন্তল দে, রণজয় ভট্টাচার্য ও সৌম্য ঋত। 
 

  • 9/13

ছবিতে গান গেয়েছেন ঈশান মিত্র, রণজয় ভট্টাচার্য, মেখলা দাশগুপ্তর মতো সঙ্গীতশিল্পীরা। ইতিমধ্যে প্রকাশ্যে আসা গানগুলি দর্শক- শ্রোতারা বেশ পছন্দ করছেন। 

  • 10/13

সোশ্যাল মিডিয়ায় শেয়ার হওয়া টিজারের ক্যাপশনে লেখা, 'একাকীত্বেই বোধহয় সব শেষ, একাকীত্বেই বোধহয় সবার শুরু...'। যা দেখে কারও আর বুঝতে বাকি থাকে না, সঙ্গীত -প্রেমের পাশাপাশি এই ছবি গল্প বলবে একাকীত্বের। 

  • 11/13

শাস্ত্রীয় সঙ্গীত ও আধুনিক গানের দ্বন্দ্ব, ভালোবাসার লড়াই ও গানের নেশা...সব মিলিয়ে এক কথায় বলা যায় প্রেম- বিচ্ছেদের গল্পে জমে উঠবে এই ছবি। 
 

  • 12/13

মিউজিক লঞ্চ অনুষ্ঠানেও যেন চরিত্রেই ছিলেন অনির্বাণ। ধরা পড়ল ইশার হাতে হাত রেখে তাঁর প্রেমের মুহূর্ত। এর আগে 'ডিটেকটিভ' ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন ইশা ও অনির্বাণ। 
 

  • 13/13

অন্যদিকে ফ্রেমবন্দী হল বাস্তবে ইশা -অর্জুনের বন্ধুত্বের নানা মুহূর্ত। ইশা ও অর্জুনকে এর আগে একসঙ্গে দেখা গিয়েছে সোনাদা ফ্র্যাঞ্চাইজির একাধিক সিরিজে। 
 

Advertisement
Advertisement