আজ ৩৮-এ পা দিলেন সুপারস্টার দেব। টলিউডের সুপারস্টারের আসল বাড়ি কেশপুরের মহেশখালিতে। আসল নাম দীপক অধিকারী। (ছবি-ইনস্টাগ্রাম)
বাড়ির বড় ছেলে দেব। বোন দীপালির সঙ্গে মাঝে মধ্যেই দেবকে খুনসুটিতে দেখা যায় সোশ্যাল পেজে। (ছবি-ইনস্টাগ্রাম)
ছোটবেলায় চন্দ্রকোনায় মামারবাড়িতে কেটেছে দেবের। এরপর মুম্বইয়ে বাবা-মা'র কাছে যান দেব। প্রথমে বান্দ্রার পুরুষোত্তম হাইস্কুল, তারপর পুনের বিদ্যাপীঠ বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেন দেব। (ছবি-ইনস্টাগ্রাম)
কেরিয়ারের শুরুতে আব্বাস-মস্তানের সঙ্গে কাজ করেন দেব। 'টারজান দ্য ওয়ান্ডার কার' ছবির অবসার্ভার হিসেবে ছিলেন দেব। (ছবি-ইনস্টাগ্রাম)
শুরুতেই একটি মিউজিক ভিডিওতে অভিনয় করেছিলেন দেব। ২০০৪-এ অনুপ জালোটার শিব ভজনের মিউজিক ভিডিওতে দেখা যায় তাঁকে। (ছবি-ইউটিউব)
টলিউডে দেবের প্রথম ছবি 'অগ্নিশপথ'। ছবিতে দেবের বিপরীতে ছিলেন রচনা বন্দ্যোপাধ্যায়। ২০০৫-এ এই ছবি বক্সঅফিসে মুখ একেবারেই ছাপ ফেলতে পারেনি। (ছবি-ইনস্টাগ্রাম)
২০০৭-এ মুক্তি পায় রবি কিনাগি পরিচালিত দেবের দ্বিতীয় ছবি। 'আই লভ ইউ'। বিপরীতে অভিনেত্রী পায়েল সরকার। দ্বিতীয় ছবিতেই বাজিমাত দেবের। (ছবি-ইনস্টাগ্রাম)
তবে 'আই লভ ইউ'-র পরও দেবের হাতে কোনও ছবি ছিল না। প্রায় এক বছরের বেশি হাতে ছবি নেই। তখন আবারও মুম্বই ফিরে যান দেব। নিজেকে তৈরি করতে আরও সময় দেন সেখানে। (ছবি-ইনস্টাগ্রাম)
রাজ চক্রবর্তী পরিচালিত 'চ্যালেঞ্জ' দিয়ে ২০০৯-এ কামব্যাক করেন দেব। এই ছবিতে দেবের বিপরীতে ছিলেন শুভশ্রী। এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি সুপারস্টার দেবকে। (ছবি-ইনস্টাগ্রাম)
টলিপাড়ার প্রথম আইটেম বয় দেব। রাজ চক্রবর্তীর 'চিরদিনই তুমি যে আমার' ছবিতে 'প্যান্টে তালি' গানে আইটেম নেচেছিলেন দেব। (ছবি-ইনস্টাগ্রাম)
অভিনেতার পাশাপাশি দেব একজন দক্ষ প্রযোজক। তিনি জনপ্রতিনিধিও। ২০১৪-তে ঘাটাল লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে জয়ী হন দেব। ২০১৯-এর লোকসভা নির্বাচনেও একই কেন্দ্রে জয়ী হন দীপক অধিকারী ওরফে দেব। (ছবি-ইনস্টাগ্রাম)
ব্যক্তিগত জীবনে দেব খুব মজাদার মানুষ। তবে নিজের কাজ সম্পর্কে বেশ সচেতন। তাঁর ভক্তদের কাছে তিনি কোনও রাজনৈতিক নেতা নন, অভিনেতা নন, তাঁদের কাছে তিনি বরাবর প্রিয় দাদা হয়েই থেকেছেন। (ছবি-ইনস্টাগ্রাম)