Advertisement

টলিউড

Nirbhaya: নাবালিকার গণধর্ষণ ও ন্যায় বিচার! 'নির্ভয়া'র পোস্টার প্রকাশ্যে

Aajtak Bangla
  • কলকাতা,
  • 22 Oct 2021,
  • Updated 6:15 PM IST
  • 1/8

গত কয়েক বছর ধরে ভারতে, 'নির্ভয়া' সেই সমস্ত মেয়ে এবং মহিলাদের নামের সমার্থক হয়ে উঠেছে যারা দুর্ভাগ্যবশত ধর্ষণ কিংবা শারীরিক-মানসিক নির্যাতনের শিকার হয়। এটাকেই নিজের পরবর্তী ছবির বিষয়বস্তু হিসাবে বেছে নিয়েছেন পরিচালক অংশুমান প্রত্যুষ।

  • 2/8

 সম্প্রতি প্রকাশ্যে এসেছে 'নির্ভয়া' ছবির পোস্টার। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন প্রিয়াঙ্কা সরকার এবং গৌরব চক্রবর্তী। এছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন শান্তিলাল মুখোপাধ্যায়, সব্যসাচী চক্রবর্তী, শ্রীলেখা মিত্র, হিয়া দে প্রমুখরা। প্রত্যুষ এন্টারটেইনমেন্ট এবং এএমআরআইকে এন্টারটেইনমেন্ট স্পেসের প্রযোজনায় আসছে এই ছবি।

 

  • 3/8

পিয়ালী, একটি নিরীহ এবং প্রাণোচ্ছল ১৩ বছর বয়সী মেয়ে। দুর্ভাগ্যবশত তাঁকে শিকার হতে হয় গণধর্ষণের। সে কোমায় চলে যায়। এমনকী তাঁর বেঁচে থাকার সম্ভাবনাও খুব কম।

  • 4/8

তাঁর পরিবার ন্যায়বিচারের জন্য লড়াই করার সিদ্ধান্ত নেয়। যখন একে একে প্রভাবশালী ব্যক্তিদের নাম উঠে আসে, তখন সম্পূর্ণ পরিবার একটি দুর্ভাগ্যজনক দুর্ঘটনার সাক্ষী হয়। যেহেতু কোনও ধর্ষিতার পরিচয় গোপন করার নিয়ম, তাই পিয়ালীকে সকলেই 'নির্ভয়া' বলে সম্বোধন করতে শুরু করে।

  • 5/8

যখন প্রায় ৬ মাস কোমায় থেকে সে বেরিয়ে আসে, তখন তাঁর চিকিৎসকরা আনন্দিত হওয়ার পরিবর্তে উদ্বিগ্ন। কারণ নির্ভয়া গর্ভবতী। তাঁর গর্ভপাত সংক্রান্ত অনুমতি পেতে চলতে থাকে নানা তরজা, আইনী লড়াই। গোটা দেশ তাকিয়ে আছে ঠিক কোন দিকে এগোয় তাঁর মামলা। 

  • 6/8

আদালতে নান যুক্তির পর, ভ্রূণের কার্যকারিতার ধারা অনুযায়ী, আদালত গর্ভপাতের জন্য নির্ভয়ার আবেদন প্রত্যাখ্যান করতে বাধ্য হয়। তবে সমস্যা এখানে শেষ হয় না। নাবালিকা মা হওয়ার কারণে আইন অনুযায়ী তাঁর ভূমিষ্ঠ সন্তানকে অনাথ আশ্রমে রাখতে হয়। 
 

  • 7/8

আদালতে, বিচারক আইন, আবেগ এবং মানবতার মধ্যে কোনটা বেছে নেবেন, সেই দ্বন্দ্বে পড়েন। এই ঘটনা স্পষ্ট করে দেয় যে, গণধর্ষণ সম্পর্কিত আইন পুনর্বিবেচনা করা প্রয়োজন। ঠিক এই বার্তা নিয়েই এগোয় ছবির গল্প। 

  • 8/8

গত ২৩ জুন থেকে শুরু হয়েছিল 'নির্ভয়া' ছবির শ্যুটিং। এই ছবি পরিচালনার পাশাপাশি গল্প, চিত্রনাট্য ও সংলাপ নিজেই লিখেছেন অংশুমান প্রত্যুষ। এর আগে তাঁর পরিচালিত 'প্যান্থার', 'বাজি' এবং 'এসওএস কলকাতা'  অ্যাকশন ও থ্রিলারধর্মী। তবে এই ছবির মাধ্যমে তিনি যে দর্শকদের নতুন স্বাদ উপহার দেবেন তা আর বলতে বাকি রাখে না। 
 

Advertisement
Advertisement