Advertisement

টলিউড

Nusrat Jahan: "আমি মুসলিম, যশ হিন্দু, আমাদের ছেলে হবে সেক্যুলার," বললেন নুসরত

Aajtak Bangla
  • কলকাতা,
  • 02 Feb 2022,
  • Updated 2:51 PM IST
  • 1/9

সংবাদের শিরোনামে থাকেন অভিনেত্রী- সাংসদ নুসরত জাহান। সম্প্রতি ইন্ডিয়া টুডে-কে দেওয়া একটি এক্সক্লুসিভ সাক্ষাৎকারে, যশ দাশগুপ্তের সঙ্গে তাঁর বৈবাহিক, ছেলে ঈশান এবং কাজ নিয়ে খোলামেলা আড্ডা দিয়েছেন তিনি।
 

  • 2/9

এর আগে, আজতক বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে যশকে নিজের স্বামী হিসাবে পরিচয় দিয়েছেন নুসরত। শুধু তাই না, বিভিন্ন অনুষ্ঠান থেকে সোশ্যাল পোস্ট, সবেতেই খোলামেলা ভাবে 'হাসব্যান্ড' হিসাবে যশের পরিচয় দিয়েছেন সাংসদ - নায়িকা।   

  • 3/9

মা হওয়ার প্রায় মাস দেড়েকের মধ্যেই শ্যুটিংয়ে ফিরেছেন নুসরত জাহান। চলতি মাসেই মুক্তি পেয়েছে তাঁর ছবি 'স্বস্তিক সংকেত'। এবার কি বলিউডের কথা ভাবছেন তিনি? এই প্রশ্নের উত্তরে নুসরত বলেন, "এই মুহূর্তে কোনও পরিকল্পনা নেই। OTT প্ল্যাটফর্মগুলি আমাদের সকলকে মিশ্র কাজ করার সুযোগ করে দিয়েছে। এখন যেমন, টলিউড এবং বলিউডের মধ্যে তেমন কোনও বিভাজন নেই। অফার ছিল, কিন্তু এই মুহুর্তে, আমার কাছে অনেক বেশি কাজ  আছে। একটু ধীর গতিতে এগোতে চাই। কারণ এটা আমার জন্য সম্পূর্ণ নতুন।" 
 

  • 4/9

যশের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে নেটমাধ্যম থেকে শুরু করে রাজনৈতিক মহলে কম জল্পনা হয়নি। এ প্রসঙ্গে তারকা-সাংসদ বলেন, "আমি জানি না কেন মানুষ গোটা বিয়ের বিষয়টি নিয়ে এত বিরক্ত ছিল। আমার থেকে কী আশা করে সকলে? আমি সবাইকে ডেকে বলব, শুনুন আমি বিয়ে করছ... যদি তাই হয়, তাঁরা ভুল জিনিস আশা করছেন। আমি যদি আমার ব্যক্তিগত জীবন সম্পর্কে কথা না বলতে পছন্দ করি, তবে এটি আমার পছন্দ, তাই না? আমি মনে করি যে, দু'জন বিবাহিতর এটা ব্যক্তিগত বিষয়। তাঁরা যদি সুখী হয়, তাহলে এর বেশি আর কী চাই?" 

  • 5/9

নুসরত জাহানকে প্রশ্ন করা হয়, তার মানে আপনি বিবাহিত? তাঁর উত্তর, "আমাদের আবার বিয়ে করার প্রয়োজন নেই। এটা শুনতে কেমন লাগছে?" 

  • 6/9

যশ দাশগুপ্ত হিন্দু ধর্মাবলম্বী, অন্যদিকে নুসরত মুসলমান। তাহলে ঈশান কোন ধর্ম মেনে বড় হবে? নুসরতের স্পষ্ট উত্তর, " ভাল মানুষের মতো। একজন ভাল মানুষ হিসাবেই আমাদের সকলের বড় হওয়া উচিত। আমি একজন মুসলিম, আর যশ হিন্দু। আমাদের ছেলে উভয় ধর্মের ভাল দিকটা জানবে। সে মানবতার সেবা করবে।" 
 

  • 7/9

নায়িকা আরও যোগ করেন, "আমরা, বাবা- মা হিসাবে, সব সময় খোলা মনের।  আমাদের বাড়িতে, আমরা দীপাবলি, দুর্গাপুজো, ঈদ, বড়দিন - সব কিছু উদযাপন করি। এই ভাবে, আমি মনে করি আমরা ঈশানের জন্য ধর্মনিরপেক্ষ ভারতের সঠিক উদাহরণ স্থাপন করতে পারব। ও বড় হয়ে ধর্মনিরপেক্ষ ভারতের আদর্শ নাগরিক হবে, আমি বিশ্বাস করি।" 
 

  • 8/9

গত ২৬ অগাস্ট, নুসরত জাহান ও যশ দাশগুপ্তর পুত্র সন্তান ঈশানের জন্ম হয়। ঈশানের বার্থ সার্টিফিকেটে বাবার নামের জায়গায় যশের নামই রয়েছে। 

  • 9/9

এনা সাহার প্রযোজনায় এবং শিলাদিত্য মৌলিকের পরিচালনায় আসছে 'মাস্টারমশাই আপনি কিছু দেখেননি'। এই ছবিতে জুটি বাঁধছেন যশ ও নুসরত। এর আগে 'ওয়ান', 'এসওএস কলকাতা' -র মতো ছবিতে একসঙ্গে জুটিতে দেখা গিয়েছিল যশ ও নুসরতকে। মাঝে দু'জনের জীবনে বয়ে গেছে ঝড়। তাই ফের একসঙ্গে দু'জনকে পর্দায় দেখার জন্য অপেক্ষায় অনুগামীরা।

Advertisement
Advertisement