ঋতাভরী চক্রবর্তী সোস্যাল মিডিয়ায় খুবই সক্রিয় থাকেন। জীবনের নানা মুহূর্ত সকলের সঙ্গে শেয়ার করেন টলিউড অভিনেত্রী।
সম্প্রতি নায়িকা তাঁর সোশ্যাল পেজে শেয়ার করেছেন শ্যুটের কিছু ঝলক। যা দেখে, এই মুহূর্তে মন মজেছে নেটিজেনদের।
স্যুইমিং পুলে আসমানি বিকিনিতে নজর কাড়ছেন ঋতাভরী। পুলের ধারে দাঁড়িয়ে নায়িকা দিচ্ছেন লাস্যময়ী পোজ।
ঋতাভরী যে সমুদ্র বা জল খুব পছন্দ করেন, একথা এতদিনে প্রায় সকলেরই জানা। সেই পোস্টের ক্যাপশনে নায়িকা লিখেছেন ,'তোমাদের জলপরী'।
নায়িকার এই বোল্ড লুক দারুণ পছন্দ করছেন অনুগামীরা। কেউ তাঁকে সম্বোধন করেছেন অ্যাকোয়া প্রিন্সেস' নামে, তো কেউ লিখেছেন 'জলপরী'।
ঋতাভরীর উষ্ণ লুকে এক প্রকার বুঁদ নেটপাড়া। তবে নেটিজেনদের একাংশ তাঁকে ট্রোল করেছেন। একজন তাঁকে কটাক্ষ করেছেন সানি লিওনের সঙ্গে তুলনা টেনে।
ইন্ডিয়ান হোক কিংবা ওয়েস্টার্ন, সব ধরনের পোশাকে নয়া স্টাইল স্টেটমেন্ট তৈরি করেন নায়িকা।
টেলিভিশন নিয়ে অভিনয়ের জার্নি শুরু ঋতাভরী চক্রবর্তীর। এরপর ২০২০ সালে 'ব্রহ্মা জানেন গোপন কম্মটি' ছবিতে শবরী চরিত্রে সকলের মন জয় করেছিলেন তিনি। এই ছবি সমাজের তথাকথিত কুসংস্কার ভেঙে এক মহিলা পুরোহিতের লড়াইয়ের গল্প।
খুব শীঘ্রই ঋতাভরী চক্রবর্তী ও তাঁর প্রেমিক সুমিত অরোরা বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। বাংলা নববর্ষের প্রথম দিনেই বাগদান সেরেছেন জুটি।