Advertisement

খেলা

Sara Tendulkar: হিন্দুত্বের রঙে সচিন কন্যা, ৩৬ ঘণ্টা বারাণসীতে যা যা করলেন, PHOTOS

Aajtak Bangla
Aajtak Bangla
  • বারানসী,
  • 05 Dec 2025,
  • Updated 2:10 PM IST
  • 1/10

বারানসীতে ঘুরতে গিয়েছেন সারা তেন্ডুলকর। মা অঞ্জলি তেন্ডুলকরকে সঙ্গে নিয়ে বারানসীর অলিগলি ঘুরে ফেললেন সারা।

  • 2/10

চাট, দইয়ের ছাঁচ সহ বিভিন্ন ধরণের মিষ্টি চেখে দেখেন সারা। কিছুদিন আগেই সপরিবারে বারানসী গিয়েছিলেন সারা।

  • 3/10

আর এবার করলেন শপিং। বারানসী নিয়ে শাড়ি কিনলেন সারা। দিলেন সেই ছবিও। প্রায় এক ডজন বেনারসী শাড়ি কিনেছেন তিনি।

  • 4/10

সাদা রঙা ফ্লোরাল প্রিন্টের সালোয়ার স্যুটে দেখা গেল সারাকে। কপালে হলুদ তিলক লাগালেন মায়ের সঙ্গে।

  • 5/10

কাজের সূত্রে অস্ট্রেলিয়ায় থাকলেও নিজের শিকড় ভোলেননি সারা। আর সে কারণেই বারবার বারানসীতে দেখা যায় তাঁকে।

  • 6/10

নমো ঘাটেও ঘুরতে যান সারা। সেখানকার ছবিও শেয়ার করেছেন সচিন কন্যা।

  • 7/10

নৌকায় চড়ে বারানসীর ঘাটে ঘাটে ঘুরতে দেখা যায় তাঁকে। একটা ছোট্ট ভিডিওও শেয়ার করেছেন সারা।

  • 8/10

ইনস্টাগ্রামে শেয়ার করা এই ছবি ও ভিডিওতে প্রচুর ভক্ত কমেন্ট করেছে।

  • 9/10

ক্যাপশনে সারা লিখেছেন, বারানসীতে ৩৬ ঘন্টা। অর্থাৎ খুব বেশি সময় বারানসীতে না কাটালেও, চুটিয়ে উপভোগ করেছেন তিনি।

  • 10/10

বারানসীর চাও উপভোগ করেছেন সারা। সেই ছবিও ইনস্টাগ্রামে শেয়ার করেছেন তিনি।

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement