Advertisement

মনোরঞ্জন

ফের সম্পর্কে শ্রাবন্তী? ভোটের আগে টলিপাড়ায় নয়া গুঞ্জন নায়িকাকে নিয়ে

Aajtak Bangla
Aajtak Bangla
  • কলকাতা,
  • 02 Apr 2021,
  • Updated 12:34 PM IST
  • 1/10

বিগত কিছু বছর ধরেই জল্পনায় থাকেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। আর গত একবছরে বিভিন্ন জল্পনার একেবারে শীর্ষে পৌঁছেছেন তিনি।

  • 2/10

গত ১ মার্চ বিজেপি-তে যোগ দিয়েছেন টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। বেশ কয়েকদিন ধরেই কানাঘুষো চলছিল এবং তাতেই শীলমোহর পড়েছে সেদিন বিকালে। কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয় ও রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের উপস্থিতিতে তাঁর হাতে তুলে দেওয়া হয়েছিল বিজেপির পতাকা। 

  • 3/10

২০২১-র বিধানসভা নির্বাচনে বেহালা পশ্চিম কেন্দ্রের প্রার্থী শ্রাবন্তী। তাঁর বিরুদ্ধে দাঁড়িয়েছেন তৃণমূল মহাসচিব এবং শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং সিপিআইএম -র নিহার ভক্ত। কাজেই বোঝা যাচ্ছে টক্কর হবে জোড়দার। এ তো গেল রাজনৈতিক ক্ষেত্রে তাঁর খবরে থাকার কথা।
 

  • 4/10

তবে মূলত ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েন নিয়ে টলি পাড়ায় তাঁকে নিয়ে আলোচনা লেগেই থাকে। স্বামী রোশন সিংহর সঙ্গে তাঁর বিবাহ বিচ্ছেদের জল্পনা নিয়ে চর্চা তো ছিলই। এবার গোদের ওপর বিষফোঁড়া স্বরূপ যোগ হয়েছে আরও একটি আলোচনার কারণ।

  • 5/10

 টলিপাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে আবার নতুন সম্পর্কে রয়েছেন শ্রাবন্তী। বাইপাসের ধারে তাঁর আবাসনেই থাকেন তাঁর নতুন প্রেমিক এমনটাই খবর।
 

  • 6/10

তবে কানাঘুষো শোনা যাচ্ছে এই নতুন সম্পর্কের বয়স একেবারে বেশি না। নতুন সম্পর্কের উদযাপনে তাঁরা বিশেষ পার্টিও করেছেন বলেই খবর। যদিও এই সম্পর্কে অভিনেত্রীর তরফ থেকে এখনও মুখ খোলেননি।

  • 7/10

 ২০১৯ সালের এপ্রিল মাসে রোশন সিংহকে বিয়ে করেছিলেন শ্রাবন্তী‌। এটি ছিল অভিনেত্রীর তৃতীয় বিয়ে। বিগত কিছুদিন ধরেই পরোক্ষভাবে চলছে পোস্ট, পাল্টা পোস্টের  মাধ্যমে ঠান্ডা লড়াই। 

  • 8/10

২০০৩ সালে পরিচালক রাজীব বিশ্বাসের সঙ্গে বিয়ে করেন শ্রাবন্তী। এর প্রায় ১৫ বছর পর প্রথম স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের হয় নায়িকার।

  • 9/10

সেই বছরই মডেল কৃষ্ণ ভি রাজের সঙ্গে আইনি বিয়ে সেরে ফেলেছিলেন শ্রাবন্তী। এক বছরের মধ্য মধ্যেই ভেঙ্গে যায় সে সম্পর্কও। এরপর তিন বছর পর রোশনের সঙ্গে বিয়ে করেছিলেন তিনি। 

  • 10/10

প্রথমবার ওটিটি প্ল্যাটফর্মে সোহম চক্রবর্তীর সঙ্গে জুটিতে কাজ করছেন শ্রাবন্তী। 'হইচই' সিজন ৪- এ 'দুজনে' সিরিজের মাধ্যমে দর্শকেরা দেখতে পাবেন তাঁকে। অভিমন্যু মুখোপাধ্যায়ের ছবি 'লকডাউন' মুক্তির অপেক্ষায়। এছাড়াও হাতে রয়েছে আরও বেশ কয়েকটি কাজ। কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত 'কাবেরী অন্তর্ধান' ছবিতে ছবিতে শ্রাবন্তী চ্যাটার্জির সঙ্গে এই প্রথম জুটি বেঁধেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। (ছবি সৌজন্য: ফেসবুক) 

Advertisement
Advertisement