Advertisement

খেলা

Salman Khan Birthday: ‘এক ফ্রেমে দুই রাজা’, ভাইজানের জন্মদিনের পার্টিতে হাজির ধোনি, PHOTOS

Aajtak Bangla
Aajtak Bangla
  • মুম্বই,
  • 27 Dec 2025,
  • Updated 5:45 PM IST
  • 1/7

আজ ৬০ বছরে পা দিলেন বলিউডের ‘সুলতান’ সলমন খান। পনভেলের ফার্মহাউসে তাঁর গ্র্যান্ড বার্থডে সেলিব্রেশনে সবথেকে বড় চমক হয়ে ধরা দিলেন মহেন্দ্র সিং ধোনি।
 

 

  • 2/7

শুক্রবার রাতে সলমনের পনভেলের বাগানবাড়িতে চাঁদের হাট। বি-টাউনের তাবড় তারকাদের ভিড়ে আলাদা করে সবার নজর কেড়ে নেন মাহি। সলমনের জন্মদিনের আনন্দ ভাগ করে নিতে সস্ত্রীক সাক্ষী ধোনি এবং আদরের কন্যা জিভাকে নিয়ে হাজির হয়েছিলেন সিএসকে-র প্রাক্তন ক্যাপ্টেন।

  • 3/7

ফার্মহাউসের বাইরে ধোনিকে দেখা মাত্রই ভিড় জমানো ভক্ত ও পাপারাৎজিদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। পরে সলমন ও ধোনি একসঙ্গে ক্যামেরার সামনে পোজ দেন, যা সোশ্যাল মিডিয়ায় এক মিনিটেই ভাইরাল হয়ে যায়। 

  • 4/7

দুই তারকার অনুরাগীরা এই ছবিকে ‘এক ফ্রেমে দুই রাজা’ বলে ব্যাখ্যা করছেন। তবে সলমনের জন্মদিনে ধোনির উপস্থিতি এই প্রথম নয়। মুম্বই শহরে থাকলে, সলমনের প্রতিটি জন্মদিনেই উপস্থিত থাকেন ধোনি। 

  • 5/7

বলিউডের সঙ্গে বরাবরই বিশেষ সম্পর্ক রয়েছে ধোনির। বহু তারকাদের সঙ্গেই তাঁর ওঠাবসা। এমনকী, ধোনির প্রযোজক সংস্থাও একের পর বলিউডের ছবিতে অর্থ বিনিয়োগ করে। যার ফলে ধোনির বলি কানেকশন বেশ শক্তপোক্ত।

  • 6/7

গত বছর অর্থাৎ ২০২৫ মরসুমে রুতুরাজ গায়কোয়াড়ের চোটের কারণে ধোনি ফের দলের নেতৃত্বভার সামলেছিলেন। তবে এবারের মরসুমে তিনি ফের নেতৃত্বের দায়িত্ব তুলে দেবেন গায়কোয়াড়ের উপর।

  • 7/7

আসন্ন আইপিএল ২০২৬-এ (IPL 2026) ফের ব্যাট হাতে মাঠে নামতে চলেছেন ৪৪ বছর বয়সী ধোনি। চেন্নাই সুপার কিংসের (CSK) হয়ে আরও একটি মরসুম মাতাতে তৈরি তিনি। 

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement