Advertisement

টলিউড

Cheene Badaam: শুরু শিলাদিত্যর 'চিনে বাদাম '-র শ্যুট! একেবারে ভিন্ন লুকে যশ- এনা

সৌমিতা চৌধুরী
  • কলকাতা,
  • 14 Sep 2021,
  • Updated 10:53 AM IST
  • 1/12

কোভিডের দ্বিতীয় ঢেউয়ের পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতেই ধীরে ধীরে ছন্দে ফিরছে ইন্ডাস্ট্রি। একের পর এক নতুন ছবির শ্যুটিং শুরু হচ্ছে। গত সোমবার থেকে শুরু হয়েছে শিলাদিত্য মৌলিকের (Shieladitya Moulik) পরবর্তী ছবি 'চিনে বাদাম' (Cheene Badaam)-র শ্যুট। 

  • 2/12

অভিনেত্রী - প্রযোজক এনা সাহার (Ena Saha) প্রযোজনা সংস্থা জেরেক এন্টারটেইনমেন্টসের (Jarek Entertainments) ব্যানারে আসছে  'রম-কম' (Romantic Comedy) জঁনরের নতুন এই ছবি। 

  • 3/12

কিছুদিনের বিরতি ও নানা জল্পনার পর বড় পর্দায় এই ছবির মাধ্যমেই অভিনয়ে ফিরছেন যশ দাশগুপ্ত (Yash Dasgupta)। এইবার তিনি জুটি বাঁধলেন এনা সাহার সঙ্গে। 
 

  • 4/12

গত ২৬ অগাস্ট সুসম্পন্ন হয়েছে ছবির শুভ মহরত (Shubh Muhurat)। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছবির কলা -কুশলীরা। একই সঙ্গে কাজ করবেন শিলাদিত্য, যশ, এনা। তাই বলাই বাহুল্য দর্শকদের জন্য আসতে চলেছে একেবারে নতুন কোনও চমক।

 

  • 5/12

এবার সামনে এল 'চিনে বাদাম' -এ যশ ও এনার বিভিন্ন লুক। একটি সোশ্যাল অ্যাপ বানানোকে কেন্দ্র করেই তৈরি হচ্ছে ছবির গল্প। 

  • 6/12

'চিনে বাদাম' -এ ঋষভ চরিত্রে অভিনয় করবেন যশ। অন্যদিকে এনাকে দেখা যাবে তাঁর গার্লফ্রেন্ড তৃষার ভূমিকায়। 

  • 7/12

ঋষভ একজন প্রযুক্তিবিদ, যিনি 'চিনে বাদাম' নামে একটি মোবাইল অ্যাপ তৈরি করেন। অ্যাপটির সাহায্যে নিঃসঙ্গ মানুষেরা বন্ধু খুঁজে পায়। তৃষা তাঁকে অ্যাপটি তৈরি করতে সাহায্য করে। 

  • 8/12

কিন্তু এই প্রোজেক্ট করার মাঝখানে, তাঁদের ব্যক্তিগত সম্পর্কে ছেদ আসে। শেষমেশ নিজেদের তৈরি করা অ্যাপ থেকেই বন্ধু খুঁজে পেতে লগ ইন করে  ঋষভ -তৃষা। এইভাবে এগোবে ছবির গল্প।
 

  • 9/12

ছবি প্রসঙ্গে শিলাদিত্য মৌলিক এর আগে জানান, "এটি একটি 'রম-কম' ছবি, যেখানে যশ ও এনা মুখ্য চরিত্রে রয়েছে। বর্তমান কালে সকলে ভার্চুয়াল দুনিয়ায় ব্যস্ত থাকেন। সেই জন্য বন্ধুত্ব কিংবা প্রেমের উষ্ণতা আগের মতো আর নেই। ফোনের মাধ্যমে মানুষ যত কাছে এসেছে, পারস্পরিক দূরত্ব যেন আরও বেড়েছে। এটি একটা সম্পর্কে কী প্রভাব ফেলে তা নিয়ে ছবি।"

  • 10/12

পরিচালক আরও জানান, "ঋষভ (মুখ্য চরিত্র) একটি অ্যাপ বানায়, তার নামই হচ্ছে 'চিনে বাদাম'। এই নামটা মূলত বেছে দেওয়া হয়েছে কারণ, সাধারণত চিনে বাদাম কেউ একা একা খায় না। ওটা শেয়ার করে খেতেই পছন্দ করেন সকলে।" 
 

  • 11/12

যশ জানিয়েছিলেন,"সকলকে বলবো, আমাদের আশীর্বাদ করুন। কারণ সকলের আশীর্বাদ নিয়েই কাজটা শুরু করতে চাই আমরা। 'চিনে বাদাম'-র গল্পটা খুব সুন্দর। আসতে আসতে সকলে আরও আপডেট পাবে ছবির সম্পর্কে।" 
 

  • 12/12

গত বছরই এনা সাহা খুলে ফেলেছেন নিজের প্রযোজনা সংস্থা। সেই হাউস থেকে মুক্তি পেয়েছে 'এসওএস কলকাতা', যেখানে মিমি চক্রবর্তী, নুসরত জাহান, যশ দাশগুপ্ত ছাড়াও অভিনয় করেছিলেন এনা নিজেও। এবার নতুন ছবিতে জুটিতে দেখা যাবে তাঁদের। এই মুহূর্তে টলিপাড়ার সর্বকনিষ্ঠ প্রযোজক এনা সাহা। সেই প্রযোজনা সংস্থা থেকেই খুব শীঘ্রই আসতে চলেছে পরবর্তী ছবি, এই কথা আজতক বাংলাকে কিছুদিন আগেই জানিয়েছিলেন তিনি। এনা জানিয়েছিলেন প্রযোজনার পাশাপাশি অভিনয়ও করবেন এই ছবিতে। 
 

Advertisement
Advertisement