Advertisement

মনোরঞ্জন

Yash Dasgupta: অনাথ আশ্রমে ফ্যানদের পাশে দাঁড়ালেন যশ! দেখুন PHOTOS

Aajtak Bangla
Aajtak Bangla
  • কলকাতা,
  • 21 Sep 2021,
  • Updated 11:08 PM IST
  • 1/6

সংবাদের শিরোনামে থাকেন অভিনেতা যশ দাশগুপ্ত (Yash Dasgupta)। সম্প্রতি পরিবারে এসেছে ছোট্ট ঈশান। তাঁকে নিয়ে আলোচনার শেষ নেই। যশের প্রতিটা পোস্টেই তাঁকে কটাক্ষ করেন নেটিজেনদের একাংশ। কিন্তু এবার সামনে এল অভিনেতার মানবিক রূপ। 
 

  • 2/6

ভবানীপুরের প্রেরণা শেল্টার হোমে হাজির হলেন অভিনেতা। যশ জানতে পারেন, এই অনাথ আশ্রমের ৬ থেকে ১৮ বছরের তরুণীরা তাঁর ফ্যান। 

  • 3/6

এমনকী যশের প্রায় সব ছবিই দেখেছে তারা। খবরের কাগজ থেকে অভিনেতার বিভিন্ন ছবি কেটে তাঁর ফ্রেমবন্দী করেছে আশ্রমের দেওয়ালে। 

  • 4/6

বলাই বাহুল্য প্রিয় নায়ককে দেখে সকলে একেবারে আনন্দিত -উৎসাহিত। রীতিমতো আবেগপ্রবণ হয়ে পড়ে তারা। এত ভালোবাসা, সম্মান পেয়ে অভিনেতাও অত্যন্ত খুশি। 

  • 5/6

এর আগেও বিভিন্ন সময় নারী ও শিশুদের পাশে দাঁড়িয়েছেন যশ দাশগুপ্ত। এবারও আশ্রম কর্তৃপক্ষের কাছে তিনি জানালেন, আশ্রমের সকল তরুণীর শিক্ষা ও স্বাস্থ্যের উন্নতির জন্য যে কোনও রকম সাহায্যের হাত বাড়াতে প্রস্তুত তিনি।    

  • 6/6

আশ্রমবাসীর জন্য উপহার নিয়ে গিয়েছিলেন যশ। তাতে সকলের মুখেই ফুটে উঠল প্রাণোচ্ছল হাসি। 

Advertisement
Advertisement