Madan Mitra Biopic: ফেসবুক লাইভ হোক বা রাজনৈতিক মঞ্চ, সর্বক্ষেত্রে সুপারস্টার মদন মিত্র (Madan Mitra)। পশ্চিমবঙ্গের এই বিধায়ক ও প্রাক্তন মন্ত্রীকে অনেকে আবার 'বাংলার ক্রাশ' বলতে পছন্দ করেন। রাজনীতির বাইরেও বিভিন্ন ক্ষেত্রে সংবাদের শিরোনামেই থাকেন তিনি। ফের আলোচনা তাঁকে নিয়ে। তবে এইবারের কারণটি একেবারে আলাদা। এবার বড়পর্দায় আসতে চলেছে মদন মিত্রের বায়োপিক (Biopic)।
রাজনীতির বাইরেও মদন মিত্রের বর্ণময় চরিত্র ও রঙিন জীবনের জন্যে যত দিন যাচ্ছে বাড়ছে তাঁর অনুগামীদের সংখ্যা। সেই মদনভক্তদের জন্যেই রয়েছে সুখবর। এই বায়োপিকের পরিচালনা করবেন রাজা চন্দ (Raja Chanda)। এবার প্রশ্ন, তাহলে পর্দায় কাকে দেখা যাবে তাঁর ভূমিকা? সূত্র বলছে, অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায় (Saswata Chatterjee) অভিনয় করবেন এই চরিত্রে। পুজোর আগেই শুরু হবে বায়োপিকের শ্যুটিং।
মদন মিত্রকে কখনও দেখা যায় একেবারে খোশ মেজাজে, তো কখনও আবার বিরোধী দলকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে। কখনও নির্বাচনের আগে রাজনীতিতে সদ্য নাম লেখানো নায়িকাদের সঙ্গে রঙ খেলায় মাতেন তিনি, তো কখনও একেবারে হিরোর মতো বাইক চালিয়ে সকলের নজর কাড়েন। মদন মিত্রের 'ও লাভলি' (Oh Lovely) গান সুপার হিট। নির্বাচনের সময় মূলত দুটি গানই তৃণমূল কংগ্রেসের সব প্রচারে শোনা গিয়েছিল। 'খেলা হবে' এবং 'ও লাভলি'।
সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া পেজে কিছু ছবি আপলোড করেন মদন মিত্র। সেখানে তাঁর পরনে রয়েছে শুধুমাত্র হলুদ ধুতি ও সেই চিরাচরিত সানগ্লাস। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই মুহূর্তের মধ্যে তা ভাইরাল হয়। এছাড়াও তাঁকে কখনও দেখা গেছে বক্সিং প্র্যাকটিস করতে, তো কখনও ঘোড়ার পিঠে। টলিপাড়ার বহু তারকাদের তাঁর সঙ্গে রয়েছে ওঠাবসা। রাজর্ষি দে -র ছবি 'মায়া' -র লোগো লঞ্চ অনুষ্ঠানে গত সপ্তাহে তিনি উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, আশুতোষ কলেজ থেকেই রাজনীতিতে হাতেখড়ি মদন মিত্রের। এরপর দীর্ঘ রাজনৈতিক কেরিয়ারে বহু উত্থান -পতনের মধ্যে নিয়ে গিয়েছেন তিনি। বিধায়ক পদ, মন্ত্রীত্বর মতো দায়িত্ব যেমন এসেছে, সেরকম জেলে যাওয়ার মতো কালো দাগও রয়েছে জীবনে। তবে রিল লাইফে, রিয়েল লাইফের কতটা অংশ দেখানো হবে, তা বলবে সময়।