Advertisement

Nachiketa Chakraborty Exclusive: "যদি তোর ডাক শুনে কেউ না আসে...তবে নাকি একলা চলতে হয়!" রবীন্দ্রনাথ প্রসঙ্গে নচিকেতা

বিভিন্ন সময়ে রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টি নিয়ে করা এক্সপেরিপেন্ট নিয়ে উঠেছে নানা কথা! হয়েছে বিতর্ক। যা থেকে বাদ যাননি সঙ্গীতশিল্পী নচিকেতা চক্রবর্তীও (Nachiketa Chakraborty)। আজতক বাংলায় এক্সক্লুসিভ সাক্ষাৎকারে বিশেষ আলাপচারিতায় 'আগুনপাখি' (Agunpakhi)।

নচিকেতা চক্রবর্তী (ছবি সৌজন্য: ফেসবুক)
সৌমিতা চৌধুরী
  • কলকাতা,
  • 09 May 2021,
  • अपडेटेड 3:31 PM IST
  • বাঙালিদের জীবনের প্রতিটা আবেগে- অনুভূতিতে থাকে রবি ঠাকুর।
  • বিভিন্ন সময়ে তাঁর সৃষ্টি নিয়ে করা এক্সপেরিপেন্ট নিয়ে উঠেছে নানা কথা!
  • রবীন্দ্রনাথ ঠাকুরের প্রাসঙ্গিকতা নিয়ে এক্সক্লুসিভ নচিকেতা চক্রবর্তী।

আজ রবীন্দ্রনাথ ঠাকুরের (Rabindranath Tagore) ১৬০ তম জন্মদিন। বাঙালিদের জীবনের প্রতিটা আবেগে- অনুভূতিতে থাকে রবি ঠাকুর। একাধারে তিনি যেমন আমাদের অহংকার, তেমন বেঁচে থাকার রসদও বটে। কিন্তু আজও তিনি কতটা প্রাসঙ্গিক? 

বিভিন্ন সময়ে রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টি নিয়ে করা এক্সপেরিপেন্ট নিয়ে উঠেছে নানা কথা! হয়েছে বিতর্ক। যা থেকে বাদ যাননি সঙ্গীতশিল্পী নচিকেতা চক্রবর্তীও (Nachiketa Chakraborty)। আজতক বাংলায় এক্সক্লুসিভ সাক্ষাৎকারে বিশেষ আলাপচারিতায় 'আগুনপাখি' (Agunpakhi)। সেই সঙ্গে উঠে এল তাঁর রাজনৈতিক মতাদর্শ থেকে বর্তমান পরিস্থিতির কথাও।  

 
প্রশ্ন: ২০২১ সালে দাঁড়িয়ে রবীন্দ্রনাথ ঠাকুর কতটা প্রাসঙ্গিক বলে আপনার মনে হয়?

নচিকেতা: প্রচণ্ড প্রাসঙ্গিক। রবীন্দ্রনাথ এখনও আরও ১০০ বছর বেঁচে থাকবেন। হয়তো তার প্রয়োগটা অন্য রকম হবে। হতে পারে যে, তাঁর গানের সঙ্গে গিটার কিংবা রক গিটার বাজবে। কিন্তু রবীন্দ্রনাথ সর্বকালীন।  


প্রশ্ন: বিভিন্ন সময় রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে বিভিন্ন এক্সপেরিমেন্ট করা হচ্ছে...

নচিকেতা: আমিও করেছি।


প্রশ্ন: "যদি তোর ডাক শুনে কেউ না আসে..." আপনার তৈরি গানটি নিয়ে সেই সময়ে অনেক বিতর্ক হয়েছিল। নিন্দুকেরা তো বারবার প্রশ্ন তোলেন যে গানগুলি এইভাবে বিকৃত করা হচ্ছে!

নচিকেতা: মানুষ যেটা গ্রহণ করেন সেটাই ঠিক? গ্রহণ না করলে এক্সপেরিমেন্ট হবে কেন? তবে লোকের বলার কোনও মানে হয় না। অনেকে এখনও গরুর দুধে সোনা খুঁজে বেড়াচ্ছেন, এখনও গোমূত্র খাচ্ছেন, তাহলে আর কী করা যাবে? এক্সপেরিমেন্ট হবেই!


প্রশ্ন: আপনি বর্তমানে নিজেকে 'প্রাইভেট কমিউনিস্ট' বলে দাবি করছেন। যদি একটু খুলে বলেন বিষয়টা...  

Advertisement

নচিকেতা: আমি কমিউনিস্ট কিন্তু আমি 'প্রাইভেট'! আমার কোনও দল নেই। 

 
প্রশ্ন: তার মানে আপনি বামপন্থায় বিশ্বাসী?

নচিকেতা: হ্যাঁ, কিন্তু আমাদের দেশের বামপন্থীদের ওপর কোনও বিশ্বাস নেই আমার! বলতে পারেন আমি মার্ক্সসিস্ট, প্রাইভেট মার্ক্সসিস্ট।


প্রশ্ন: আগে যে কোনও সামাজিক সমস্যায় আপনার গানের মধ্যে প্রতিবাদ উঠে আসতো। বর্তমানে রাজনৈতিক হিংসা হোক বা অতিমারী, সব মিলিয়ে খুব নেগেটিভ পরিবেশ। এই সময় কি আবার নচিকেতার প্রতিবাদী কণ্ঠস্বর আমরা শুনতে পাবো?

নচিকেতা: যদি অতিমারীর কথা বলেন তাহলে এই নেগেটিভিটির জন্য একটা বিশেষ গোষ্ঠি দায়ী। আর যদি রাজনৈতিক হিংসা বলেন, সেটাও নানা রকম ভাবে চাপিয়ে দেওয়া ঘটনা। বিভিন্ন ফেক নিউজ ছেয়ে গেছে চারিদিকে। 


প্রশ্ন: তাহলে 'আগুনপাখি'-র ফ্যানেরা আবার কবে গান আশা করতে পারেন? 

নচিকেতা: আবার ঠিক সময় মতো শুনতে পাওয়া যাবে। সঠিক সময়ে আবার গান বেরোবে। 


প্রশ্ন: পাইপলাইনে কী কী কাজ আছে যদি বলেন। 

নচিকেতা: যেই অদ্ভুত একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি, তাই এখন এটা বলার কোনও মানে হয় না। সব ঠিক হোক তারপর দেখা যাবে। 


প্রশ্ন: ২০২০-র লকডাউনের মতো এবারও কী ভার্চুয়াল কনসার্ট করবেন?

নচিকেতা: আগের বার করেছি। কিন্তু এখন তো সেটাও বোরিং হয়ে গেছে। 


প্রশ্ন: শিল্পীরা ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে আছেন?

নচিকেতা: সব শিল্পীদেরই ভবিষ্যৎ কী হবে কারও জানা নেই। দেখা যাক কী হয়... 
 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement