করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতেই শুরু হতে চলেছে অরুণ রায়ের (Arun Roy) পিরিয়ড ড্রামা '৮/১২' (8/12) -র শ্যুটিং। কান সিং সোধা (Kan Singh Sodha)-র প্রযোজনা সংস্থা 'কে এস এস প্রোডাকশন অ্যান্ড এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেড'-র ব্যানারে তৈরি হবে এই ছবি। অমর স্বাধীনতা সংগ্রামী বিনয় বসু (Binay Basu), বাদল গুপ্ত (Badal Gupta) এবং দীনেশ গুপ্তের (Dinesh Gupta) স্মরণীয় রাইটার্স অভিযান (Writers Building Attack) যে ছবির প্রেক্ষাপট, তা প্রকাশ পেয়েছিল টিজারে। সম্প্রতি হয়ে গেল ছবির মহরৎ। আগেই ঘোষণা হয়েছিল অভিনেতাদের নাম। এবার সেই তালিকায় যোগ হল অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়ের (Saswata Chatterjee) নাম। ছবিতে একটি বিশেষ চরিত্রে দেখা যাবে তাঁকে।
বিনয়, বাদল, দীনেশকে যিনি দেশমন্ত্রে দীক্ষিত করেছিলেন, তাঁদের মনে জাগিয়ে তুলেছিলেন দেশপ্রেমের বোধ, সেই প্রাতঃস্মরণীয় স্বাধীনতা সংগ্রামী হেমচন্দ্র ঘোষের (Hemchandra Ghosh) চরিত্রেই অভিনয় করতে দেখা যাবে শ্বাশত চট্টোপাধ্যায়কে। ভারতের ইতিহাসের সঙ্গে যুক্ত রয়েছে এরকম একটা চরিত্রে কাজ করার জন্য বিশেষ ভাবে উচ্ছসিত তিনি। এছাড়াও ছবিতে অন্য আর একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন অভিনেতা খরাজ মুখার্জী (Kharaj Mukherjee)।
'৮/১২' ছবিতে বিনয় বসুর ভূমিকায় দেখা যাবে অভিনেতা কিঞ্জল নন্দকে। বাদল গুপ্তের চরিত্রে থাকছেন অর্ণ মুখোপাধ্যায় এবং দীনেশ গুপ্তের চরিত্রে দেখা যাবে তরুণ অভিনেতা সুমন বসু (রেমো) কে। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন অভিনেত্রী অনুষ্কা চক্রবর্তী , শঙ্কর দেবনাথ, বিপাশা সাহা সহ বাংলা থিয়েটারের বিশিষ্ট শিল্পীরা।
আরও পড়ুন: "নেশা করে আছেন!" ফের পার্টির ছবি সামনে আসতেই কটাক্ষ নুসরত - শ্রাবন্তী- তনুশ্রীদের
এই ছবিতে সিনেমাটোগ্রাফির দায়িত্ব সামলাচ্ছেন গোপী ভগৎ, সঙ্গীত পরিচালনা করছেন জনপ্রিয় সঙ্গীত পরিচালক জুটি ময়ুখ- মৈনাক, সম্পাদনায় রয়েছেন সংলাপ ভৌমিক, পোশাক পরিকল্পনা করছেন শাবর্ণী দাস এবং প্রোডাকশন ডিজাইনের দায়িত্বে রয়েছেন তন্ময় চক্রবর্তী।
সম্প্রতি হয়ে গেল ছবির মহরৎ। বিশেষ দিনে হাজির ছিলেন ছবির কলাকুশলীরা। সব ঠিক থাকলে জুলাই মাসের শেষ সপ্তাহ থেকেই শুরু হবে '৮/১২' ছবির শ্যুটিং।