Advertisement

Mrinal Sen's Biopic: মৃণাল সেনের বায়োপিকে নাম ভূমিকায় চঞ্চল! জল্পনায় সিলমোহর দিলেন সৃজিত

Mrinal Sen's Biopic- Chanchal Chowdhury: ২০১৮ সালের ৩০ ডিসেম্বর না ফেরার দেশে পাড়ি দেন মৃণাল সেন। তাঁর চতুর্থ মৃত্যুবার্ষিকীতে সামনে এল নতুন তথ্য। যা সামনে আসতেই দারুণ উৎসাহিত দুই বাংলার দর্শকেরা।

চঞ্চল চৌধুরী, সৃজিত মুখোপাধ্যায় ও মৃণাল সেন (ছবি: ফেসবুক)
Aajtak Bangla
  • কলকাতা,
  • 30 Dec 2022,
  • अपडेटेड 11:28 AM IST

জল্পনা ছিল আগেই। এবার সেই জল্পনায় সিলমোহর দিলেন খোদ পরিচালক। চলচ্চিত্র পরিচালক মৃণাল সেনের (Mrinal Sen) মৃত্যুবার্ষিকীকে বড় ঘোষণা করলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherji)। তাঁর পরিচালিত কিংবদন্তির বায়োপিকে নাম ভূমিকায় অভিনয় করবেন দুই বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী (Chanchal Chowdhury)। ছবির নাম 'পদাতিক' (Padatik)।

২০১৮ সালের ৩০ ডিসেম্বর না ফেরার দেশে পাড়ি দেন মৃণাল সেন। তাঁর চতুর্থ মৃত্যুবার্ষিকীতে সামনে এল নতুন তথ্য। যা সামনে আসতেই দারুণ উৎসাহিত দুই বাংলার দর্শকেরা। বলাই বাহুল্য চঞ্চল চৌধুরীও খুব খুশী। কিছুদিন আগে তাঁর অভিনীত ছবি 'হাওয়া' এবং 'কারাগার' ওয়েব সিরিজ, ওপার বাংলার পাশাপাশি অত্যন্ত জনপ্রিয় হয় এপার বাংলাতেও। ২৮ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত ছিলেন অভিনেতা। এমনকী কিফের সময়ও তাঁকে সক্রিয় ভাবে দেখা যায়। সম্প্রতি পিতৃ বিয়োগ হয়েছে তাঁর। তবে টলিউডে তরফ থেকে এর আগে বেশ কয়েকটি প্রস্তাব পেলেও, ভাল চিত্রনাট্যে কাজ করার জন্য অপেক্ষা করছিলেন তিনি।  

আরও পড়ুন: রাতভর নাটকে বর্ষশেষ থেকে শুরু, এবার 'ইচ্ছেমতো পার্বণ'-এ মাতবে শহরবাসী

মৃণাল সেনের জীবন ও তাঁর সময়কালকে এই বায়োপিকে তুলে ধরবেন সৃজিত মুখোপাধ্যায়। টলিপাড়া সূত্রে শোনা যাচ্ছে, সব ঠিক থাকলে জানুয়ারির মাঝামাঝি থেকেই ছবির শ্যুটিং হবে। 'পদাতিক' প্রযোজনা করছেন ফিরদৌসুল হাসান। এর আগে তাঁর প্রযোজিত ছবি 'অপরাজিত' ব্যাপক সাড়া ফেলেছিল। এর আগেও বায়োপিক বা ওই ধাঁচের ছবি পরিচালনা করেছেন সৃজিত। তবে মৃণাল সেনের কাল্পনিক জীবনী পর্দায় ফুটিয়ে তোলা নিঃসন্দেহে বেশ চ্যালেঞ্জিং হবে। 

 

 

আরও পড়ুন: দীপিকার গেরুয়া বিকিনিতে সেন্সর বোর্ডের কাঁচি? 'পাঠান'-এ একগুচ্ছ বদলের পরামর্শ

এবছর প্রবাদপ্রতিম শিল্পীর জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধার্ঘ্য জানিয়ে চমক দিয়েছিলেন সৃজিত। মৃণাল সেনের জীবন থেকে অনুপ্রাণিত সিরিজের ঘোষণা করেন পরিচালক। সৃজিত এই জীবনীচিত্রটি করতে চেয়েছিলেন ওয়েব সিরিজ আকারে। এমনকী 'পদাতিক'-র কথা ঘোষণা করার সময়ও সেরকমই জানিয়েছিলেন পরিচালক। পরে ছবি বানানোর সিদ্ধান্ত নেন। শোনা যায় লকডাউনের সময় তিনি চিত্রনাট্য লেখেন। সৃজিতকে সাহায্য করেছেন মৃণাল পুত্র কুণাল সেন। কুণাল সৃজিতকে ছবিটি বানানোর অনুমতি দিয়েছেন। খবর অনুযায়ী, সৃজিত- কুণাল নিরন্তর যোগাযোগও আছে।

Advertisement

আরও পড়ুন: এবার জুটিতে মধুমিতা- রোহন, শুরু হল 'জাতিস্মর'-র শ্যুটিং

প্রসঙ্গত, সৃজিতের 'পদাতিক' ছাড়াও টলিপাড়ায় আরও দুটি কাজ হচ্ছে মৃণাল সেনকে নিয়ে। কৌশিক গঙ্গোপাধ্যায় ‘পালান’ তৈরি করছেন। কিংবদন্তি শিল্পীর তৈরি ‘খারিজ’ ছবির চরিত্রদের ৪০ বছর এগিয়ে দিয়ে গল্প তৈরি করছেন পরিচালক। অন্যদিকে অঞ্জন দত্ত একটি ব্যক্তিগত ফিচার ফিল্ম তৈরি করছেন। মৃণাল সেনের ছবি 'চালচিত্র'-তে কাজ করার সময়, ওঁর সঙ্গে অঞ্জন দত্তর যে ব্যক্তিগত কথোপকথোন হয়, তার ওপর নির্ভর করে তৈরি হচ্ছে এই ছবি।

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement