Advertisement

করোনা

Corona : পেটের কৃমি নিরাময়ের ওষুধে করোনামুক্তি! গবেষণায় নতুন তথ্য

Aajtak Bangla
  • 09 Aug 2021,
  • Updated 8:37 AM IST
  • 1/6

পেটের কৃমি নিরামের জন্য যে ওষুধের ব্যবহার করা হয়, তাই দিয়ে সারবে করোনা! এক নতুন গবেষণায় এই তথ্য সামনে এসেছে। গবেষকদরে দাবি, এই ওষুধ খেলে করোনা থেকে মুক্তি সম্ভব। জানা গিয়েছে, ইতিমধ্যেই এর পরীক্ষাও সফল হয়েছে। ACS ইনফেকসিয়াস ডিজিস নামের এক জার্নালে এই তথ্য সামনে এসেছে। 

  • 2/6

ক্যালিফোর্নিয়ার এক গবেষকও ফিতাকৃমি নিরাময়ের ওষুধের সাহায্যে  করোনা থেকে মুক্তি পাওয়া সম্ভব বলেও দাবি করেছেন। তিনি জানিয়েছেন, ফিতা কৃমির ওষুধ থেকে Salicylanilides-এই বর্গের একটা কেমিকেল তৈরি হয়। যেটি করোনার ভাইরাসকে আটকাতে পারে। 

  • 3/6

ওই গবেষকের দাবি, গত ১০ থেকে ১৫ বছর ধরে লক্ষ্য করা গিয়েছে যে, Salicylanilides বিভিন্ন ভাইরাসের প্রতিরোধ করতে পারে। সেই কারণে ইঁদুর-সহ আরও নানা ছোটো প্রাণীর উপর এর প্রয়োগ করা হয়েছে। 

  • 4/6

কিম জান্ডা নামের ওই গবেষক জানিয়েছেন, Salicylanilide-এর প্রয়োগ সবথেকে প্রথম হয় জার্মানিতে। সালটা ছিল ১৯৫০।তারপর Salicylanilide-এর ব্যবহার করে আরও বেশ কয়েকটি ওষুধ বের হয়। 

  • 5/6

ওই গবেষক Salicylanilide-এর নতুন কমপাউন্ডও বানিয়েছেন। তাঁর দাবি, তিনি জানতেন, এই কম্পাউন্ডের অ্যান্টিভাইরাস কার্যকর ভূমিকা নিতে পারে। তাই তিনি একাধিক গবেষকের সঙ্গে মিলিতভাবে করোনা ভাইরাসের দ্বারা সংক্রমিত এমন কোষের উপর প্রয়োগ করেন। ওই বিজ্ঞানীর দাবি, তাঁদের পরীক্ষা সফল হয়েছে। 

  • 6/6

Salicylanilide- করোনার সংক্রমণের উপর কেমন প্রভাব ফেলেছে? ওই গবেষকের দাবি, Salicylanilide-এর প্রয়োগের ফলে জেনেটিক মেটেরিয়ালগুলিকে করোনায় সংক্রমিত কোষগুলি থেকে আলাদা করে দেয়। 
 

Advertisement
Advertisement