Covishield ও Covaxin-এর ভ্যাকসিনের সংকট আছে বলে আগেই জানিয়েছিল রাজ্য সরকার। জেলাগুলিতেও ভ্যাকসিন সমস্যা প্রকট হয়েছিল। এরইমধ্যে রাজ্যে এল ৩ লাখেরও বেশি Covishield-এর ভ্যাকসিন।
মঙ্গলবার দুপুরে কলকাতা বিমানবন্দর থেকে ৩ লাখ ৩১ হাজার ৩৩০টি Covishield-এর ভ্যাকসিন সংগ্রহ করে রাজ্যের স্বাস্থ্য দফতর। এই ভ্যাকসিনগুলি পুণে থেকে এসেছে।
রাজ্য স্বাস্থ্য দফতর সূত্রে খবর, মঙ্গলবার রাতের মধ্যেই আরও ৩ লাখ ৭০ হাজারেরও বেশি ভ্যাকসিন আসার কথা। এর আগে ৭ তারিখ প্রায় সাড়ে ৩ লাখ ও সোমবার দেড়লাখ Covishield-এর ভ্যাকসিন কলকাতায় এসেছে।
প্রসঙ্গত, গত কয়েকদিন ধরে রাজ্য ভ্যাকসিনের সংকটে পড়েছিল। Covishield ও Covaxin সেন্টারগুলিও বন্ধ রাখার ঘোষণা করেছিল কলকাতা পুরসভা।
স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছিল, জেলাগুলিতে ভ্যাকসিন বণ্টনের ফলে এই সমস্যা দেখা গিয়েছিল। তবে মঙ্গলবার ফের ভ্যাকসিন আসার ফলে সেই সমস্যা অনেকটা মিটবে বলে মনে করা হচ্ছে।
রাজ্যে এখন করোনায় আক্রান্তের সংখ্যা আগের থেকে অনেকটাই কম। তবে চাহিদা রয়েছে ভ্যাকসিনের। কদিন আগে উত্তর ২৪ পরগনার হাবড়া হাসপাতালেই ভ্যাকসিনের সংকটের ছবি সামনে এসেছিল।
স্বাস্থ্য দফতরের তরফে খবর, কলকাতায় আসা ভ্যাকসিনগুলি নিয়ম অনুযায়ী বাগবাজারের গোডাউনে রাখা হবে। সেখান থেকে কলকাতা-সহ বিভিন্ন জেলায় তা বিতরণ করা হবে।