Advertisement

পশ্চিমবঙ্গ

রাজ্যে এল ৩ লাখেরও বেশি Covishield, সংকট মিটবে ?

অরিন্দম ভট্টাচার্য
  • কলকাতা,
  • 10 Aug 2021,
  • Updated 5:53 PM IST
  • 1/7

Covishield ও  Covaxin-এর ভ্যাকসিনের সংকট আছে বলে আগেই জানিয়েছিল রাজ্য সরকার। জেলাগুলিতেও ভ্যাকসিন সমস্যা প্রকট হয়েছিল। এরইমধ্যে রাজ্যে এল ৩ লাখেরও বেশি Covishield-এর ভ্যাকসিন। 

  • 2/7

মঙ্গলবার দুপুরে কলকাতা বিমানবন্দর থেকে ৩ লাখ ৩১ হাজার ৩৩০টি Covishield-এর ভ্যাকসিন সংগ্রহ করে রাজ্যের স্বাস্থ্য দফতর। এই ভ্যাকসিনগুলি পুণে থেকে এসেছে। 

  • 3/7

রাজ্য স্বাস্থ্য দফতর সূত্রে খবর, মঙ্গলবার রাতের মধ্যেই আরও ৩ লাখ ৭০ হাজারেরও বেশি ভ্যাকসিন আসার কথা। এর আগে ৭ তারিখ প্রায় সাড়ে ৩ লাখ ও সোমবার দেড়লাখ Covishield-এর ভ্যাকসিন কলকাতায় এসেছে। 

  • 4/7

প্রসঙ্গত, গত কয়েকদিন ধরে রাজ্য ভ্যাকসিনের সংকটে পড়েছিল। Covishield ও Covaxin সেন্টারগুলিও বন্ধ রাখার ঘোষণা করেছিল কলকাতা পুরসভা। 

  • 5/7

স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছিল, জেলাগুলিতে ভ্যাকসিন বণ্টনের ফলে এই সমস্যা দেখা গিয়েছিল। তবে মঙ্গলবার ফের ভ্যাকসিন আসার ফলে সেই সমস্যা অনেকটা মিটবে বলে মনে করা হচ্ছে। 

  • 6/7

রাজ্যে এখন করোনায় আক্রান্তের সংখ্যা আগের থেকে অনেকটাই কম। তবে চাহিদা রয়েছে ভ্যাকসিনের। কদিন আগে উত্তর ২৪ পরগনার হাবড়া হাসপাতালেই ভ্যাকসিনের সংকটের ছবি সামনে এসেছিল। 

  • 7/7

স্বাস্থ্য দফতরের তরফে খবর, কলকাতায় আসা ভ্যাকসিনগুলি নিয়ম অনুযায়ী বাগবাজারের গোডাউনে রাখা হবে। সেখান থেকে কলকাতা-সহ বিভিন্ন জেলায় তা বিতরণ করা হবে। 

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement