Advertisement

করোনা

Covid-19 প্রিম্যাচিওর বেবির সম্ভাবনা বাড়াচ্ছে? কী বলছে গবেষণা...

Aajtak Bangla
  • কলকাতা,
  • 10 Aug 2021,
  • Updated 7:04 PM IST
  • 1/7

গর্ভাবস্থায় করোনা আক্রান্ত (Coronavirus in Pregnancy) হওয়ার আশঙ্কা বেড়ে যায়৷ যে কারণে গর্ভবতী মহিলাদের খুবই সাবধানে থাকার পরামর্শ দিয়েছে হু এবং আইসিএমআর৷ 
 

  • 2/7

দেশে করোনার প্রথম ঢেউয়ের থেকেও দ্বিতীয় ঢেউ মারাত্মক আকার নিয়েছিল৷ বাদ যাননি সন্তানসম্ভবারাও (Pregnant Woman)৷ বেশ কিছু ক্ষেত্রে মৃত সন্তান প্রসবের (Still Baby) মতো ঘটনাও ঘেটেছে৷ 

  • 3/7

এখন প্রশ্ন হচ্ছে গর্ভাবস্থায় করোনা আক্রান্ত হলে কি  প্রিম্যাচিওর বেবির জন্মের সম্ভাবনা বেড়ে যায়। এই বিষয়ে মেডিকেল জার্নাল দ্য ল্যানসেট রিজিওনাল হেলথে মার্কিন গবেষকদের রিসার্চ সম্প্রতি প্রকাশিত হয়েছে।
 

  • 4/7

তাতে দাবি করা হয়েছে করোনা সংক্রামিত হলে প্রি-ম্যাচিওর বা সময়ের আগে জন্ম নেওয়া বাচ্চার সম্ভাবনা বেড়ে যায়। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকরা দেখছেন ৩২ সপ্তাহেরও কম সময়ে গর্ভস্থ সন্তানের ভূমিষ্ঠ হওয়ার সম্ভাবনা বেড়ে যায় ৬০ শতাংশ। 
 

  • 5/7

অন্তস্বত্ত্বা  SARS-CoV-2-তে আক্রান্ত হলে তাঁর ৩৭ সপ্তাহের কম সময়ে  সন্তানের জন্ম দেওয়ার সম্ভাবনা বেড়ে যায় ৪০ শতাংশ। 
 

  • 6/7

গবেষণা বলছে যাঁদের হাইপারটেনশন, ডায়াবেটি বা ওবেসিটি রয়েছে তারা কোভিড ১৯ সংক্রমিত হলে প্রিম্যাচিওর বেবি জন্মের সম্ভাবনা ১৬০ শতাংশ। 

  • 7/7

মায়ের শরীর থেকে গর্ভস্থ সন্তানের শরীরে ভাইরাসের সংক্রমণ (ভার্টিক্যাল ট্রান্সমিশন)হয় কি না তা এখনও ঠিক ভাবে জানা যায়নি। অন্তত বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) তাই‌ বলছে।

Advertisement
Advertisement