Advertisement

দেশ

Covishield ও Covaxin-এর ককটেলেই করোনামুক্তি! গবেষণার অনুমতি DCGI-এর

Aajtak Bangla
  • দিল্লি,
  • 10 Aug 2021,
  • Updated 8:37 PM IST
  • 1/6

করোনার স্ট্রেইনের বিরুদ্ধে কোন টিকা সবচেয়ে বেশি কার্যকর, তা নিয়ে গবেষণা চালিয়েছিল ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ (ICMR)। তাদের গবেষণায় জানা গিয়েছে Covishield ও Covaxin-এর ককটেল করোনা দমনে বেশ কার্যকর। 
 

  • 2/6

সূত্রের খবর, ICMR-এর উপর আস্থা রেখে তাদের এই নিয়ে গবেষণায় অনুমতি দিয়েছে DCGI। এর গবেষণা ও ক্লিনিক্যাল ট্রায়াল হবে ভেলোরের  ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজে। 

  • 3/6

সূত্রের খবর, গত ২৯ জুলাই CDSCO- তরফে এই গবেষণার প্রস্তাব দেওয়া হয়। সেই মোতাবেক গবেষকরা আলাপ-আলোচনার পর স্থির করেন এই গবেষণার দায়িত্ব দেওয়া হবে ভেলোরের  ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজকে। এবং সেখানে ৩০০ জন স্বেচ্ছাসেবকের উপর এই গবেষণা চালানো হবে। 

  • 4/6

কেন এই গবেষণা? দেশে অনেক জায়গাতেই ভ্যাকসিনের অভাব এবং ভুলবশত কিছু জায়গায় একজন ব্যক্তিকে দুই রকম ভ্যাকসিন দেওয়া হয়েছে। তারপরই  ICMR গবেষণা করে দেখে, এই ককটেল যথেষ্টই কার্যকর। 

  • 5/6

ICMR-এর আরও দাবি, অ্যাডিনোভাইরাস ভেক্টর ভ্যাকসিনের সঙ্গে ইনঅ্যাক্টিভেটেড হোল ভাইরাসের টিকার ককটেল শুধু নিরাপদই নয়, অনেক বেশি সুরক্ষিতও। তা তারা পরীক্ষা করে দেখেছে। 

  • 6/6

ICMR-এও দাবি করেছিল, যাঁরা Covishield ও Covaxin-এর ককটেল নিয়েছিলেন তাঁদের ইমিউনিটি কেবলমাত্র Covaxin কিংবা Covishield নেওয়া ব্যক্তিদের থেকে অনেকটাই বেশি।

Advertisement
Advertisement