Advertisement

করোনা

দীপাবলির আগে সুখবর! Covaxin-কে জরুরি ভিত্তিতে প্রয়োগের অনুমোদন WHO-এর

Aajtak Bangla
  • দিল্লি,
  • 03 Nov 2021,
  • Updated 8:48 AM IST
  • 1/6

দীপাবলির প্রাক্কালে সুখবর। বিশ্বস্বাস্থ্য সংস্থা হু-এর (WHO) প্রযুক্তিগত পরামর্শদাতা গোষ্ঠী ভারত বায়োটেকের কোভ্যাকসিনকে জরুরি প্রয়োজনে ব্যবহারের অনুমোদন দেওয়ার জন্য সুপারিশ করেছে। সূত্রের খবর, ১৮ বছরের বেশি বয়সিদের ক্ষেত্রে প্রয়োগের জন্য এই সুপারিশ করা হয়েছে। 
 

  • 2/6

এতদিন ভারত বায়োটেকের কোভ্যাকসিনকে অনুমোদন দেয়নি বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সরকারি সূত্রের খবর ১৮ বছরের বেশি বয়সিদের ক্ষেত্রে অনুমোদনের জন্য আবেদন করা হয়েছিল। শিশুদের জন্য ওই আবেদন করা হয়নি। 
 

  • 3/6

প্রসঙ্গত, দীর্ঘ সময় ধরেই অনুমোদনের আবেদন জানিয়ে আসছিল ভারত বায়োটেক (Bharat Biotech)। কিন্তু অনুমোদন দিতে বিলম্বের কারণ হিসেবে গতমাসে হু জানিয়েছিল, এখনও কোভ্যাকসিনের বিষয়ে তাদের তথ্য লাগবে, যাতে তারা কোভ্যাকসিনের বিষয়ে, ঠিক মূল্যায়ন করতে পারে। 
 

  • 4/6

গত ১৯ এপ্রিল কোভ্যাকসিন (Covaxin) সংক্রান্ত তথ্য হু-এর হাতে তুলে দেয় ভারত বায়োটেক। 

  • 5/6

এই বিলম্ব নিয়ে গত ১৮ অক্টোবর একটি ট্যুইটে হু জানিয়েছিল, কোভ্যাকসিনের অনুমোদনের জন্য বহু মানুষই অপেক্ষা করছেন, তবে কোনও ভ্যাকসিনকে জরুরি প্রয়োগের জন্য অনুমোদন দেওয়ার আগে সেটি সম্পূর্ণভাবে নিরাপদ কি না তা দেখতে হয়। 
 

  • 6/6

বিশ্ব স্বাস্থ্য সংস্থা আরও জানায় যে, কোভ্যাকসিন নিয়ে ভারত বায়োটেক লাগাতার তথ্য দিয়ে চলেছে এবং তা পরীক্ষা করে দেখা হচ্ছে।  

Advertisement
Advertisement