দেশে করোনা সংক্রমণের গ্রাফ আবারও চিন্তা বাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ২,৪৮৩ জন। বর্তমান দেশে সংক্রমণের হার ০.৫৫ শতাংশ। অ্যাকটিভ রোগীর সংখ্যা ১৫,৬৩৬। গত ২৪ ঘণ্টায় দেশে ১,৯৭০ জন করোনা থেকে সুস্থ হয়েছেন।
সোমবারের তুলনায় আজ করোনার কেস কিছুটা কম। গত কয়েক দিনে দেশে রোজ আড়াই হাাজের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। সোমবার সংখ্যাটা ছিল ২,৫৪১ এবং মৃত্যু হয়েছিল ৩০ জনের। তার আগে রবিবার সেই সংখ্যাটা ছিল ২,৫৯৩ এবং মৃতের সংখ্যা ছিল ৪৪।
প্রসঙ্গত, ভারতে করোনার চতুর্থ ঢেউয়ের আশঙ্কা তৈরি হয়েছে। বর্তমানে বেশি পরিমানে আক্রান্ত হচ্ছে শিশুরা। ICMR জানাচ্ছে, দেশে গতকাল ৪,৪৯,১৯৭ টি নমুনা সংগ্রহ হয়েছে। এখনও পর্যন্ত এই সংখ্যাটা ৮৩,৫৪,৬৯,০১৪।
বাংলার করোনা চিত্র
আক্রান্ত (শেষ আপডেট) - ১৯
মোট আক্রান্ত - ২০,১৮,০৩১
সুস্থ (শেষ আপডেট) - ২৫
মোট সুস্থ - ১৯,৯৬,৫৮১
মৃত্যু (শেষ আপডেট) - ০
মোট মৃত্যু - ২১,২০১
একনজরে দেশের করোনা চিত্র
মোট আক্রান্ত - ৪,৩০,৬২,৫৬৯
অ্যাকটিভ কেস - ১৫,৬৩৬
মোট সুস্থ - ৪,২৫,২৩,৩১১
মোট মৃত্যু - ৫,২৩,৬২২
মোট টিকাকরণ - ১,৮৭,৯৫,৭৬,৪২৩
আরও পড়ুন - 'ফুটছে' দক্ষিণবঙ্গ, কতদিন চলবে দহন?