খুনের অপরাধ কবুল করতেই অভিযুক্তকে পুড়িয়ে মারল গ্রামবাসীরা। শুধু তাই নয়, পুড়িয়ে মারার পর পুঁতেও দেওয়া হয় দেহ। ঘটনাটি ঘটেছে অসমের নগাঁও (Assam Nagaon) জেলায়। নিহতের নাম রনজি বরদোলোই। ঘটনায় এখনও পর্যন্ত বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
ঘটনার সূত্রপাত গত বুধাবার। উদ্ধার হয় বর লালুং নামে এক মহিলার মৃতদেহ। এরপর গ্রামের কয়েকজন ওই মহিলার শাশুড়িকে বলতে শোনেন যে সেই তার পুত্রবধূকে মেরে ফেলেছে। বিষয়টি পৌঁছায় গ্রামের প্রধানের কাছে। এরপরে গ্রামে ডাকা হয় সালিশি সভা। সেখানে ওই মহিলাকে খুনের বিষয়ে জিজ্ঞাসা করা হল সে বলে রনজি বরদোলোই তার পুত্রবধূকে শ্বাসরোধ করে খুন করেছে। তারপর রনজিকে জিজ্ঞাসা করা হলে অপরাধের কথা স্বীকার করে সে।
এরপরেই ক্ষেপে ওঠেন গ্রামবাসীরা। সভাস্থলেই তার গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেওয়া হয়। ঘটনাস্থলেই আগুনে পুড়ে মৃত্যু হয় তার। এরপর মাটিতে পুতে দেওয়া হয় দেহ। আর সেই ঘটনা দর্শকের মতো দেখেন উপস্থিত মানুষজন।
এদিকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। যদিও ততক্ষণে সব শেষ। মাটি খুঁড়ে দেহ উদ্ধার করে পুলিশ। গোটা ঘটনায় এলাকায় ছড়িয়েছে তীব্র চাঞ্চল্য। তদন্তে নেমে বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ।
আরও পড়ুন - হঠাত্ অনিয়মিত পিরিয়ডস, করোনার জের? বিশেষজ্ঞরা যা জানাচ্ছেন...
আরও পড়ুন - বিয়ের আগেই টাক পড়বে! এই ৫ খাবারে দেদার চুল ওঠে