Advertisement

'PMO থেকে বলছি...' ফোন ধরতেই অ্যাকাউন্টের সাড়ে ৪ লক্ষ টাকা গায়েব

বুধবার সকালে বীরভূমের খয়রাশোল থানার অন্তর্গত উপর কেনান গ্রামের বাসিন্দা উজ্জ্বল মণ্ডল নামে এক ব্যক্তির ফোনে একটি কল আসে। সেইসময় ফোনটি তাঁর নাবালক ছেলের কাছে ছিল। প্রধানমন্ত্রীর দফতর (PMO) থেকে টাকা পাঠানো হচ্ছে এই আশ্বাস দিয়ে তার কাছ থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর চাওয়া হয় এবং ওটিপি (OTP) পাঠানো হয়। এরপর সেই ওটিপি-ও চেয়ে নেওযা হয়।

প্রতীকী ছবি
Aajtak Bangla
  • বীরভূম,
  • 16 Jun 2022,
  • अपडेटेड 1:59 PM IST
  • PMO-র নাম করে প্রতারণার অভিযোগ
  • ২টি অ্যাকাউন্ট থেকে উধাও টাকা
  • অভিযোগের ভিত্তিতে তদন্ত পুলিশের

এবার প্রধানমন্ত্রীর নাম করে প্রতারণার অভিযোগ। ঘটনাস্থল বীরভূমের খয়রাশোল (Birbhum Khoyrasol)। প্রায় সাড়ে ৪ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ উঠেছে। ইতিমধ্যেই থানায় অভিযোগ দায়ের হয়েছে। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে পুলিশ। টাকা উদ্ধারের আবেদন প্রতারিত ব্যক্তির। 

জানা গিয়েছে, বুধবার সকালে বীরভূমের খয়রাশোল থানার অন্তর্গত উপর কেনান গ্রামের বাসিন্দা উজ্জ্বল মণ্ডল নামে এক ব্যক্তির ফোনে একটি কল আসে। সেইসময় ফোনটি তাঁর নাবালক ছেলের কাছে ছিল। প্রধানমন্ত্রীর দফতর (PMO) থেকে টাকা পাঠানো হচ্ছে এই আশ্বাস দিয়ে তার কাছ থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর চাওয়া হয় এবং ওটিপি (OTP) পাঠানো হয়। এরপর সেই ওটিপি-ও চেয়ে নেওযা হয়। একইভাবে দ্বিতীয় একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের নম্বর ও ওটিপি-ও চেয়ে নেওয়া হয় তার কাছ থেকে। 

আরও পড়ুননিজেকে ২০০ বারের বেশি বিষধর সাপের ছোবল খাইয়েছেন ইনি, কেন?

অভিযোগ, তারপরেই ওই দুটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট (Bank Account) থেকে উধাও হয়ে যায় প্রায় সাড়ে চার লক্ষ টাকা। বিষয়টি নজরে আসতেই খয়রাশোল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। এরপর সিউড়ি সাইবার সেল থানাতেও জমা দেওয়া হয় লিখিত অভিযোগ। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই তদন্তে নেমেছে পুলিশ। দ্রুত টাকা উদ্ধার করে দেওয়ার আবেদন জানিয়েছেন প্রতারিত ওই ব্যক্তি। 

আরও পড়ুনব্যাপক নিয়োগ শুরু হচ্ছে রেলে, আগামী একবছরে কত জানেন?

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement