Advertisement

সম্মোহিত অবস্থায় মৃতদেহ খুবলে খাওয়ার অভিযোগ গ্রামবাসীদের বিরুদ্ধে! গ্রেফতার একাধিক

পুলিশ জানতে পেরেছে, প্রত্যোক বছরই এই উৎসব সেখানে আয়োজন করা হয়ে থাকে। সেখানে হাজির করা হয় একটি মতদেহ। সেই মৃতদেহের থেকে সাধারণ ভাবে মাথার খুলিটি আলাদা করে নেওয়া হয় যা তরোয়ালের রেখে নৃত্য করা হয়। সেখানে উপস্থিত বাকি গ্রামবাসীরা সেই সময় মৃতদেহটির থেকে মাংস খুবলে খায় বলেও অভিযোগ। 

ঘটনার সময়ের ছবি
Aajtak Bangla
  • চেন্নাই,
  • 27 Jul 2021,
  • अपडेटेड 3:50 PM IST
  • স্থানীয় কাল্লুরানি গ্রামের শক্তি পথি সুদালাই মাদাস্বামী মন্দিরে একটি পুজোর আয়োজন করা হয়
  • সম্মোহিত অবস্থায় মৃতদেহ খুবলে খাওয়ার অভিযোগ গ্রামবাসীদের বিরুদ্ধে
  • পুজো চলার সময় রীতি অনুসারে গ্রামবাসীরা কবর খুঁড়ে মৃতদেহ তুলে ফেলে

মানুষের মাংস (Human Carcass) খাওয়া হয়েছে বলে সন্দেহের বশে তামিলনাডুর (Tamil Nadu) একটি মন্দির থেকে বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করে থেঙ্কাশিতে রীতিমতো শোরগোল পড়ে গেছে। 

স্বামীয়াদী দের বার্ষিক অনুষ্ঠান-

জানা গেছে, স্থানীয় কাল্লুরানি (Kallurani) গ্রামের শক্তি পথি সুদালাই মাদাস্বামী মন্দিরে (Sakthi Pothi Sudalai Madasamy Temple) একটি পুজোর আয়োজন করা হয়। সেখানে গ্রামবাসীরা জড়ো হয়। তাঁদের স্থানীয়ভাবে স্বামীয়াদী (Saamiyadi) বলা হয়। অভিযোগ, পুজো চলার সময় রীতি অনুসারে গ্রামবাসীরা কবর খুঁড়ে মৃতদেহ তুলে ফেলে। কার্যত সম্মোহিত অবস্থাতেই সেই মৃতদেহের অংশ তাঁরা খেতে থাকেন। এমনকি একটি ছবি সামনে আসে যেখানে দেখা যাচ্ছে, এক স্বামীয়াদী তরোয়ালের মাথায় চড়িয়ে নৃত্য করছে। খবর পেয়ে সেখানে পৌঁছয় পুলিশ।  সম্মোহিত অবস্থাতে থাকা একাধিক গ্রামবাসীকে আটক করা হয়। তাঁদের থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

পুলিশ জানতে পেরেছে, প্রত্যোক বছরই এই উৎসব সেখানে আয়োজন করা হয়ে থাকে। সেখানে হাজির করা হয় একটি মতদেহ। সেই মৃতদেহের থেকে সাধারণ ভাবে মাথার খুলিটি আলাদা করে নেওয়া হয় যা তরোয়ালের রেখে নৃত্য করা হয়। সেখানে উপস্থিত বাকি গ্রামবাসীরা সেই সময় মৃতদেহটির থেকে মাংস খুবলে খায় বলেও অভিযোগ। 

পুলিশের জেরায় ভয়ঙ্কর স্বীকারোক্তি-

পুলিশি জেরায় গ্রামবাসীরা জানিয়েছে, তারা গোটা বিষয়টির সম্পর্কে এতোদিন কিছুই বুঝতে পারেনি। কারণ তাদের প্রথমে সম্মোহিত করে তারপর এই কাজ করানো হত। তাই সেই সময় তারা যা করতো তা না জেনেই। পুলিশ এখন এই ঘটনার সঙ্গে জড়়ির মূল অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে।  

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement