Advertisement

আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ, হাওড়ার জেল হেফাজতে সিভিক ভলান্টিয়ার

২০১৮ সালে শ্যামপুরের গোয়ালবেড়িয়া গ্রামের বাসিন্দা পায়েল জানার সঙ্গে বিয়ে হয় পেশায় সিভিক ভলান্টিয়ার কৃষ্ণেন্দু জানার। গত সোমবার সকাল দশটা নাগাদ বিষ খান পায়েল। সেদিন দুপুরেই পায়েলকে উলুবেড়িয়া হাসপাতালে ভর্তি করে কৃষ্ণেন্দুর পরিবার। মঙ্গলবার রাতে মারা যান পায়েল।

প্রতীকী ছবি
বৈদ্য়নাথ ঝা
  • হাওড়া,
  • 03 Mar 2022,
  • अपडेटेड 7:52 PM IST
  • সিভিক ভলান্টিয়ার গ্রেফতার
  • জেলা হেফাজতের নির্দেশ
  • হাওড়ার উলুবেড়িয়ার ঘটনা

আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার। হাওড়ার উলুবেড়িয়ার ঘটনা। ধৃতের নাম কৃষ্ণেন্দু জানা। ধৃতকে বৃহস্পতিবার উলুবেড়িয়া মহকুমা আদালতে তোলা হলে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। 

জানা গিয়েছে, ২০১৮ সালে শ্যামপুরের গোয়ালবেড়িয়া গ্রামের বাসিন্দা পায়েল জানার সঙ্গে বিয়ে হয় পেশায় সিভিক ভলান্টিয়ার কৃষ্ণেন্দু জানার। গত সোমবার সকাল দশটা নাগাদ বিষ খান পায়েল। সেদিন দুপুরেই পায়েলকে উলুবেড়িয়া হাসপাতালে ভর্তি করে কৃষ্ণেন্দুর পরিবার। মঙ্গলবার রাতে মারা যান পায়েল।

মৃত পায়েলের পরিবারের সদস্যদের অভিযোগ, বিয়ের পর থেকেই তাঁদের মেয়ের ওপরে মানসিক ও শারীরিক নির্যাতন চালাত শ্বশুরবাড়ির লোকেরা। এমনকি অন্য মহিলার সঙ্গেও বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ে কৃষ্ণেন্দু। 

মৃতার বাবার অভিযোগের ভিত্তিতে কৃষ্ণেন্দুকে গ্রেফতার করে শ্যামপুর থানার পুলিশ। এরপর বৃহস্পতিবার তাকে উলুবেড়িয়া মহকুমা আদালতে তোলা হয়। শুনানি শেষে অভিযুক্তকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। 

আরও পড়ুন২৫ বছরের যুবতীর ১৪ বছরের ছেলে! নেটিজেনদের দাবি 'অঙ্কটা বোঝান'

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement