Advertisement

লোকেশন বদলাচ্ছে গড়িয়াহাটের জোড়াখুন কাণ্ডের অভিযুক্তরা! মিঠুকে পুলিশ হেফাজতের নির্দেশ

গড়িয়াহাট জোড়াখুন কাণ্ডের ধৃত মিঠু হালদারকে পুলিশ হেফাজতের নির্দেশ দিল আদালত। জানা গিয়েছে, গা ঢাকা দিতে তারা বারবার লোকেশন বদল করছে অভিযুক্তরা। বাকি পলাতকদের খোঁজ করতে মিঠুকে হেফাজতে নেওয়া দরকার বলে আদালতে জানান তদন্তকারীরা। সব শুনে বিচারক 

আদালতে নিয়ে যাওয়া হচ্ছে অভিযুক্তকে
রাজেশ সাহা
  • কলকাতা ,
  • 21 Oct 2021,
  • अपडेटेड 7:31 PM IST
  • লোকেশন বদলাচ্ছে গড়িয়াহাটের জোড়াখুন কাণ্ডের অভিযুক্তরা
  • মিঠুকে পুলিশ হেফাজতের নির্দেশ
  • জানুন বিস্তারিত তথ্য

গড়িয়াহাট জোড়াখুন কাণ্ডের ধৃত মিঠু হালদারকে পুলিশ হেফাজতের নির্দেশ দিল আদালত। জানা গিয়েছে, গা ঢাকা দিতে তারা বারবার লোকেশন বদল করছে অভিযুক্তরা। বাকি পলাতকদের খোঁজ করতে মিঠুকে হেফাজতে নেওয়া দরকার বলে আদালতে জানান তদন্তকারীরা। সব শুনে বিচারক 

গড়িয়াহাটের জোড়াখুন কাণ্ডে ধৃত মিঠু হালদারকে আলিপুর আদালতের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের এজলাসে পেশ করা হলে ধৃতের 14দিনের পুলিশ হেফাজতের আবেদন জানালেন সরকারি আইনজীবী। এদিন এজলাসে সরকারি আইনজীবী সৌরিন ঘোষাল জানান, এই ঘটনায় ধৃত মিঠু হালদার এর প্রত্যক্ষ যোগাযোগ এর প্রমাণ আছে। এই খুনের পরিকল্পনা, চক্রান্ত এবং তার বাস্তবায়নে তিনি সক্রিয় ভূমিকা পালন করেছেন। এছাড়াও গড়িয়াহাটের যে বাড়িতে সুবীর চাকী খুন হয়েছিলেন, সেই বাড়ি এবং মিঠু হালদারের বাড়ি থেকে মোট চারটি গুরুত্বপূর্ণ তথ্যপ্রমাণ সংগ্রহ করেছে পুলিশ। 

সরকারি আইনজীবীর দাবি, ধৃত মিঠু হালদার ছাড়াও এই মামলায় আরও মোট ৫ জন অভিযুক্তকে এই মুহুর্তে খুঁজছে কলকাতা গোয়েন্দা পুলিশ। সূত্রের খবর, গোয়েন্দা পুলিশ জানতে পেরেছে নিজেদের গা ঢাকা দিতে তারা বারবার লোকেশন বদল করছে। তাই পলাতক অভিযুক্তদের খুঁজে পেতে মিঠু হালদারকে হেফাজতে নিয়ে লাগাতার জেরা করা একান্তই জরুরী। এছাড়াও তথ্য প্রমাণ জোগাড় করতে তাকে সঙ্গে নিয়ে একাধিক যায়গায় তল্লাশি চালাতে চায় গোয়েন্দা বিভাগ। তাই দ্রুত মিঠু হালদার কে ১৪ দিনের পুলিশ হেফাজত মঞ্জুর করার আবেদন জানান সরকারি আইনজীবী সৌরিন ঘোষাল। সওয়াল-জবাব শুনে বিচারক ধৃত মিঠু হালদারকে ৩রা নভেম্বর পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দেন।

রবিবার গড়িয়াহাটের কাঁকুলিয়ায় কর্পোরেট কর্তা সুবীর চাকি এবং তাঁর গাড়িচালক রবীন মণ্ডলকে খুন করা হয়। ওই ঘটনার তদন্তে নেমে বুধবার দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার থেকে মিঠুকে গ্রেফতার করে পুলিশ। তবে মিঠুর সঙ্গে এই ঘটনায় আরও কয়েকজন জড়িত রয়েছে বলে অনুমান পুলিশের। 

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement