Advertisement

Hooghly : ফেল মারবে ফিল্মি কায়দাও, পড়শিদের ঘরে তালা মেরে পর পর চুরি! বিস্মিত পুলিশও

Hooghly: এমন ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছেন হাউজিং কমপ্লেক্সের বাসিন্দারা। ফ্ল্যাটের বাড়ির মালিকরা তাঁদের পুরো পরিবার নিয়ে কোনও কাজে বাইরে গিয়েছিলেন।

উত্তরপাড়ার চুরির ঘটনায় শোরগোল
ভোলানাথ সাহা
  • শ্রীরামপুর,
  • 05 Dec 2021,
  • अपडेटेड 7:43 PM IST
  • ফিল্মি কায়দায় রেইকি করে তিনটি বহুতল বিল্ডিংয়ের সব মিলিয়ে চারটি ফ্ল্যাটে তালা চাবি ভেঙে লক্ষাধিক টাকার চুরি
  • লক্ষ লক্ষ টাকা-গয়না নিয়ে ধাঁ
  • শ্রীরামপুর পুরসভার ২৯ নম্বর ওয়ার্ডে অবস্থিত সুভাষনগর হাউজিং কমপ্লেক্সে তিনটি বিল্ডিংয়ের চারটি ফ্ল্যাটে চুরি হয়েছে

Hooghly: ফিল্মি কায়দায় রেইকি করে তিনটি বহুতল বিল্ডিংয়ে চুরি। সব মিলিয়ে চারটি ফ্ল্যাটে তালা চাবি ভেঙে লক্ষাধিক টাকার চুরি। চোরের জিনিসপত্র নিয়ে পলাতক। লক্ষ লক্ষ টাকার গয়না নিয়ে ধাঁ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

শ্রীরামপুরের সুভাষনগরে
শ্রীরামপুর থানার অন্তর্গত শ্রীরামপুর পুরসভার ২৯ নম্বর ওয়ার্ডে অবস্থিত সুভাষনগর হাউজিং কমপ্লেক্সে তিনটি বিল্ডিংয়ের চারটি ফ্ল্যাটে চুরি হয়েছে। খোয়া গিয়েছে লক্ষাধিক টাকা। তা নিয়ে পালিয়েছে চোরেরা। এমনই অভিযোগ উঠেছে।

আরও পড়ুন: BJP-র বাম-দশা! ৪-এর মধ্য়ে ৩ আসনে জামানত খোয়াল পদ্ম

ভরসা সিসিটিভি
পুলিশ ফ্ল্যাটের বাইরে লাগানো সিসিটিভি ক্যামেরা থেকে ফুটেজও পরীক্ষা করছে। যাতে চোরদের শনাক্ত করা যায়। এমন ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছেন হাউজিং কমপ্লেক্সের বাসিন্দারা। ফ্ল্যাটের বাড়ির মালিকরা তাঁদের পুরো পরিবার নিয়ে কোনও কাজে বাইরে গিয়েছিলেন।

আরও পড়ুন: মিছিলে BJP-র রূপা-অনিন্দ্য কেন? শতরূপকে তিরস্কার করল CPIM 
 

দক্ষ হাতের কাজ
একই ফ্ল্যাটে চিহ্নিত করে চুরির ঘটনা ঘটানো হয়। ফ্ল্যাটের তালা ভেঙে ঘরে রাখা লোহার আলমারির তালা ভেঙে তাতে রাখা নগদ টাকা ও সোনার গয়না নিয়ে পালিয়ে যায় চোরেরা। ভোররাতের দিকে চুরির ঘটনা ঘটে থাকতে পারে বলে মনে করা হচ্ছে।

বাসিন্দাদের দাবি
স্থানীয় বাসিন্দা প্রভা মেহতা নামে এক বৃদ্ধ মহিলা জানান যে তিনি ২৩ বছর ধরে বসবাস করছেন। এমন ঘটনা আগে কখনও দেখা যায়নি। একের পর এক ফ্ল্যাটে পরিকল্পিত ভাবে ডাকাতি হয়।

আরও পড়ুন: বিশ্বভারতীর অনুমতি না পেলে বিকল্প জায়গায় পৌষমেলা করতে চায় বোলপুর পুরসভা

ফ্ল্যাটে বসবাসকারীদের বাড়ির দরজায় কিছু লোক তাদের তালা লাগিয়ে দিয়েছিল। যাতে চোরদের কোনও ধরনের বাধার সম্মুখীন হতে না হয়। তাঁর কথা যদি বিশ্বাস করা হয়, চুরিটি হয়েছে অত্যাধুনিক পদ্ধতিতে, তালা ভাঙার শব্দ কেউ শুনতে পায়নি।

Advertisement

বাসিন্দাদের অভিযোগ
বাড়িতে চুরি হয়েছে এমন একজন রঞ্জিতকুমার আর্য। জানান, তিনি তাঁর পুরো পরিবার নিয়ে বিধাননগরে আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন। সকালে তিনি খবর পান তাঁর ফ্ল্যাটের তালা ভেঙে নগদ টাকা নিয়ে পালিয়েছে চোরেরা। মনে হচ্ছে কেউ পরিকল্পনার অংশ হিসেবে চোরদের তথ্য দিয়েছে। অভিযোগ তাঁর।

আরও পড়ুন: হবু স্ত্রীর স্তন-কোমরের মাপ জানতে চেয়ে বিজ্ঞাপন, বিতর্ক তুঙ্গে 

তিনি আরও অভিযোগ করেন, এমন একজন তথ্যদাতা আমাদের সবার মাঝেই থাকতেন এবং ফ্ল্যাটের বাড়ির মালিকের অনুপস্থিতির তথ্য চোরদের কাছে শেয়ার করেছিলেন। তারপর একের পর এক পরিকল্পিতভাবে চুরির ঘটনা ঘটে।

তিনি জানান, এই কমপ্লেক্সে মোট ২৮টি ভবন রয়েছে। একটি ভবনে ২৪ থেকে ২৮টি ফ্ল্যাট রয়েছে। এখানে হাজার হাজার মানুষের বসবাস। কমপ্লেক্সের প্রধান ফটকে নিরাপত্তা প্রহরীও থাকার পরও এ চুরির ঘটনায় কমপ্লেক্স ও আশপাশের এলাকার মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।

আরও পড়ুন: পৌষমেলার অনুমতি চাই, না হলে আন্দোলনের হুঁশিয়ারি ব্য়বসায়ী সংগঠনের

তিনি দাবি করেন, পুলিশের উচিত যত দ্রুত সম্ভব দৃঢ় পদক্ষেপ নেওয়া এবং চোরদের খুঁজে বের করা। এদিকে, চন্দননগর পুলিশ কমিশনারেটের উত্তরপাড়া থানার রেলস্টেশন সংলগ্ন এলাকার একটি হাউজিং কমপ্লেক্সে একই রকম চুরির ঘটনা ঘটেছে দিন কয়েক আগে।

রবিবার রিষড়া স্টেশন সংলগ্ন চার নম্বর রেলগেট সংলগ্ন হাউজিং কমপ্লেক্সে চুরির ঘটনা প্রসঙ্গে ওই ঘটনার সঙ্গে এই ঘটনার সম্পর্ক আছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ। পুলিশ বিষয়টি তদন্ত করছে। সিসিটিভি ফুটেজ থেকে কোনও তথ্য পাওয়া যায় কিনা, দেখা হচ্ছে।

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement