Advertisement

Nurse Molested New Town: নিউটাউনের রাস্তায় নার্সের শ্লীলতাহানি, গ্রেফতার অভিযুক্ত যুবক

আরজি করের ঘটনা নিয়ে উত্তাল দেশ। বিচারের দাবিতে উঠছে 'উই ওয়ান্ট জাস্টিস' স্লোগান। এমনই প্রেক্ষাপটে ফের প্রশ্নের মুখে নারীদের নিরাপত্তা। নিউ টাউনে খোলা রাস্তায় নার্সের শ্লীলতাহানির অভিযোগ উঠল। ঘটনায় একজন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

ডিউটি সেরে ফেরার পথে নার্সের শ্লীলতাহানি। প্রতীকী ছবি।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 20 Aug 2024,
  • अपडेटेड 2:04 PM IST
  • নিউ টাউনে খোলা রাস্তায় নার্সের শ্লীলতাহানির অভিযোগ উঠল।
  • জানা গিয়েছে, অভিযুক্ত আজিজ মোল্লা(২৩) পাথরঘাটার বাসিন্দা। 
  • নিউ টাউনের এক বেসরকারি হাসপাতাল থেকে এক তরুণী নার্স সন্ধ্যাবেলায় ডিউটি শেষ করে বাড়ি ফিরছিল।

New Town Nurse Molested: আরজি করের ঘটনা নিয়ে উত্তাল দেশ। বিচারের দাবিতে উঠছে 'উই ওয়ান্ট জাস্টিস' স্লোগান। এমনই প্রেক্ষাপটে ফের প্রশ্নের মুখে নারীদের নিরাপত্তা। নিউ টাউনে খোলা রাস্তায় নার্সের শ্লীলতাহানির অভিযোগ উঠল। ঘটনায় একজন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

জানা গিয়েছে, অভিযুক্ত আজিজ মোল্লা(২৩) পাথরঘাটার বাসিন্দা। 

পুলিশ সূত্রে খবর, গত ১৮ অগাস্ট, রবিবার এই ঘটনা ঘটে। নিউ টাউনের এক বেসরকারি হাসপাতাল থেকে এক তরুণী নার্স সন্ধ্যাবেলায় ডিউটি শেষ করে বাড়ি ফিরছিল। অভিযোগ, সেই সময় সাইকেল নিয়ে যাচ্ছিল অভিযুক্ত আজিজ মোল্লা। রাস্তাতেই তরুণী নার্সকে দেখে প্রথমে সে কটুক্তি করে বলে অভিযোগ। তরুণীর অভিযোগ, এরপরেই অভিযুক্ত তাঁর শ্লীলতাহানি করে।

আরও পড়ুন: বাইকে লিফট দেওয়ার নাম করে কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, অধরা অভিযুক্ত

এমনটা ঘটতেই চিৎকার করে ওঠেন ওই তরুণী নার্স। চেঁচামেচি করতেই ঘটনাস্থাল থেকে পালিয়ে যায় অভিযুক্ত যুবক।

এরপরেই টেকনো সিটি থানায় যান ওই তরুণী নার্স। পুলিশকে পুরো বিষয়টি জানান তিনি। সেই সঙ্গে লিখিত অভিযোগ দায়ের করেন।

সঙ্গে সঙ্গে দ্রুত পদক্ষেপ করে পুলিশ। ঘটনাস্থলের চারপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্ত আজিজ মোল্লাকে চিহ্নিত করা হয়। এরপর গতকাল রাতেই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।

আরও পড়ুন: RG Kar Case: ধামাচাপার চেষ্টা-সংবেদনশীলতার অভাব এবং... মমতা সরকার ও পুলিশের ১০ দিনে ১০ 'ভুল'

আরজি কর নিয়ে আন্দোলনের মাঝেই ফের এহেন ঘটনার জেরে ছড়িয়েছে উদ্বেগ। সমাজে মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement