Advertisement

মুর্শিদাবাদে নাবালিকা খুনের রহস্য ভেদ, হরিয়ানা থেকে গ্রেফতার মূল অভিযুক্ত

অবশেষে ৮ বছরের শিশু কন্যাকে ঘুনের ঘটনায় গ্রেফতার অভিযুক্ত। হত্যাকাণ্ডের ৫ দিন পর হরিয়ানা গ্রেফতার এক ব্যক্তি। ধৃতের নাম ফিটু শেখ। বছর পঁয়তাল্লিশের ওই ব্যক্তির বাড়ি মুর্শিদাবাদের ফরাক্কার মহেশপুর পূর্ব শিবতলার বলে জানা যাচ্ছে।

হরিয়ানা থেকে গ্রেফতার করল মুর্শিদাবাদ পুলিশ
গোপাল ঠাকুর
  • বহরমপুর,
  • 02 Dec 2021,
  • अपडेटेड 1:51 PM IST
  • ৮ বছরের শিশু কন্যার দেহ উদ্ধার গঙ্গা থেকে
  • ঘটনার ৫ দিনের মাথায় গ্রেফতার অভিযুক্ত
  • ঘটনার ৫ দিনের মাথায় গ্রেফতার অভিযুক্ত

অবশেষে ৮ বছরের শিশু কন্যাকে ঘুনের ঘটনায় গ্রেফতার অভিযুক্ত। হত্যাকাণ্ডের ৫ দিন পর হরিয়ানা গ্রেফতার এক ব্যক্তি। ধৃতের নাম ফিটু শেখ। বছর পঁয়তাল্লিশের ওই ব্যক্তির বাড়ি  মুর্শিদাবাদের ফরাক্কার মহেশপুর পূর্ব শিবতলায় বলে জানা যাচ্ছে।

 

 

গত শনিবার সকালে ফরাক্কা মহেশপুর এলাকায় গঙ্গা থেকে এক নাবালিকার মৃদেহ উদ্ধার করে ফরাক্কা থানার পুলিশ। ওই নাবালিকার নাম তাহালিমা খাতুন, বয়স ৮।  তাহালিমা হত্যার বিচার চেয়ে গ্রাম জুড়ে পথে নেমে বিক্ষোভ দেখান মুর্শিদাবাদের ফরাক্কার মহেশপুর গ্রামের বাসিন্দারা। অবশেষে সেই ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ।

তাহালিমা খাতুনের  পরিবারের লোকজনের অভিযোগ ছিলো  তাঁদের নাবালিকা মেয়েকে হত্যা করা হয়েছে। তারপর থেকে তদন্তে নামে ফরাক্কা থানার পুলিশ। পুলিশ সুত্রে জানাযায়, তদন্তে ফরাক্কার মহেশপুর পূর্ব শিবতলার এলাকার ফিটু শেখের নাম উঠে আসে। ঘটনার দিন শনিবার রাতে ফিটু শেখ কাজের জন্য হরিয়ানা পাড়ি দিয়েছিলো বলে জানাযায়। তারপর ফরাক্কা থানার পুলিশ বুধবার  রাতে হরিয়ানা থেকে গ্রেফতার করে নিয়ে আসে মুল অভিযুক্তকে। বৃস্পতিবার সকালে ফিটু শেখকে ১০ দিনের রিমান্ডে চেয়ে জঙ্গিপুর আদালতে তোলা হয়।

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement