Advertisement

মন্দিরে ১ ঘণ্টায় লুঠ লক্ষাধিক টাকার গয়না, চাঞ্চল্য শান্তিপুরে

জগদ্ধাত্রী পুজোর মাঝেই কালী মন্দিরের (Kali Temple) বিগ্রহের গয়না চুরিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল নদিয়ার শান্তিপুরের (Nadia Santipur) সূত্রাগড় অঞ্চলে। এলাকার একটি কালী মন্দির থেকে প্রায় লক্ষাধিক টাকার গয়না চুরি হয়েছে বলে অভিযোগ। শুধু কালী প্রতিমার গয়নাই নয় মহাদেবের চরণ পদ্মও চুরি লুঠ হয়েছে বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে। বিগ্রহের গয়না চুরি হওয়ায় স্বভাবতই মন খারাপ ভক্তদের। 

কালীমন্দিরে চুরির অভিযোগ
বিশ্বজিৎ বন্দ্যোপাধ্যায়
  • শান্তিপুর,
  • 22 Nov 2020,
  • अपडेटेड 1:54 PM IST
  • কালী মন্দিরে গয়না চুরি
  • ১ ঘণ্টায় চুরি লক্ষাধিক টাকার গয়না
  • তদন্ত শুরু পুলিশের


জগদ্ধাত্রী পুজোর মাঝেই কালী মন্দিরের (Kali Temple) বিগ্রহের গয়না চুরিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল নদিয়ার শান্তিপুরের (Nadia Santipur) সূত্রাগড় অঞ্চলে। এলাকার একটি কালী মন্দির থেকে প্রায় লক্ষাধিক টাকার গয়না চুরি হয়েছে বলে অভিযোগ। শুধু কালী প্রতিমার গয়নাই নয় মহাদেবের চরণ পদ্মও চুরি লুঠ হয়েছে বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে। বিগ্রহের গয়না চুরি হওয়ায় স্বভাবতই মন খারাপ ভক্তদের। 

স্থানীয় সূত্রে খবর, নদিয়ার  শান্তিপুর শহরের ১৯ নম্বর ওয়ার্ডের সুত্রাগড় কেবি সাহা রোডে সুতোর পাড়া যুব মুক্তি সংঘের কালী মন্দিরে বিগ্রহের গায়ে প্রায় লক্ষাধিক টাকার গয়না ছিল। রাত প্রায় ২টো পর্যন্ত মন্দিরের পাশেই একটি ঘরে পাহারায় ছিলেন ২ জন। আর কাপরের হাটে যাওয়ার জন্য ভোর ৩টে থেকেই মোটামুটি তৎপরতা শুরু হয়ে যায় ব্যবসায়ীদের মধ্যে। মাঝের এই ১ ঘণ্টা সময়েই অপকর্ম সারে দুষ্কৃতীরা। এরপর ভোর ৫টা নাগাদ প্রতিমার বেশভূষা অগোছালে দেখে সন্দেহ হয় এক এলাকাবাসীর। ভাল করে দেখতেই বুঝতে পারেন লুঠপাট চালানো হয়েছে মন্দিরে। অভিযোগ, মাতৃ বিগ্রহরে গলার সোনার হার, টায়রা, টিকলি, টিপের পাশাপাশি মহাদেবের চরণ পদ্ম নিয়েও চম্পট দিয়েছে দুষ্কৃতীরা।

মন্দির চুরির কথা দ্রুত ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে এলাকায় পৌঁছায় পুলিশ। ইতিমধ্যেই তদন্তও শুরু হয়েছে। পুলিশ সূত্রে খবর, যেহেতু পাহারাদারদের উপস্থিতি ও ব্যবসায়ীদের যাতায়াতের মাঝের ওই ১ ঘণ্টাতেই ঘটেছে চুরির ঘটনা, সেক্ষেত্রে অন্তর্ঘাতের দিকটিও খতিয়ে দেখা হচ্ছে। মন্দিরের লোকজন এবং স্থানীয় বাসিন্দাদেরও জিজ্ঞাসাবাদ করা হবে বলে পুলিশ সূত্রে জানা যাচ্ছে। এদিকে এই ঘটনায় মন খারাপ মন্দিরের ভক্ত থেকে শুরু করে স্থানীয় বাসিন্দাদের। আপাতত বিগ্রহের গয়না ফেরত পেতে পুলিশের তদন্তের ওপরেই ভরসা রাখছেন এলাকার বাসিন্দারা। একইসঙ্গে এলাকায় আরও নিরাপত্তার দাবিও জানাচ্ছেন তাঁরা। এখন দেখার কত তাড়াতাড়ি মন্দিরের বিগ্রহের চুরি যাওয়া গয়না পুনরুদ্ধার করতে পারে পুলিশ। 

Advertisement


 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement