Advertisement

Sanjay Roy Sister: '১৭ বছর কথা বলিনি,' অপরাধ প্রমাণ হলে দাদার শাস্তি মানতে রাজি সঞ্জয়ের বোন

Sanjay Roy Sister: 'যদি সত্যিই কিছু করে থাকে, তাহলে যে শাস্তি দেওয়া হবে তা আমি মেনে নেব,' এমনটাই বললেন আরজি কর-কাণ্ডে অভিযুক্ত সঞ্জয় রায়ের বোন। সংবাদমাধ্যমে সঞ্জয়ের বোনের দাবি, গত ১৭ বছর ধরে দাদার সঙ্গে তাঁর কথা হয়নি। 

সঞ্জয় রায়ের বিষয়ে যা বললেন তার বোন।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 24 Aug 2024,
  • अपडेटेड 8:35 AM IST
  • সংবাদমাধ্যমে সঞ্জয়ের বোনের দাবি, গত ১৭ বছর ধরে দাদার সঙ্গে তাঁর কথা হয়নি। 
  • আরজি কর হাসপাতালের নির্যাতিতার ন্যায় বিচারের দাবিতে এখনও রাজ্যজুড়ে আন্দোলন চলছে।
  • দোষী প্রমাণিত হলে দাদার শাস্তি মানতে রাজি বলে জানালেন সঞ্জয়ের বোন।

Sanjay Roy Sister: 'যদি সত্যিই কিছু করে থাকে, তাহলে যে শাস্তি দেওয়া হবে তা আমি মেনে নেব,' এমনটাই বললেন আরজি কর-কাণ্ডে অভিযুক্ত সঞ্জয় রায়ের বোন। সংবাদমাধ্যমে সঞ্জয়ের বোনের দাবি, গত ১৭ বছর ধরে দাদার সঙ্গে তাঁর কথা হয়নি। 

আরজি কর হাসপাতালের নির্যাতিতার ন্যায় বিচারের দাবিতে এখনও রাজ্যজুড়ে আন্দোলন চলছে। সঞ্জয়কে নিয়ে দুঃখ প্রকাশ করেছেন তাঁর মা-ও। এবার সামনে এলেন সঞ্জয়ের বোনও।দোষী প্রমাণিত হলে দাদার শাস্তি মানতে রাজি বলে জানালেন তিনি।  

'ছোটবেলায় স্বাভাবিকই ছিল'

সঞ্জয়ের বোনের কথায়, একই বাড়িতে একসঙ্গে বড় হয়েছেন তিনি। ছোটবেলায় কখনই সঞ্জয়ের আচরণে কোনও অস্বাভাবিকতা নজরে আসেনি তাঁর। তিনি বলেন, 'ছোটবেলায় ও স্বাভাবিকই ছিল, আর পাঁচটা ছেলেমেয়ের মতোই। আমি কখনই কোনও অন্যরকম আচরণ দেখিনি।'

'১৭ বছর কথা বলিনি'

তিনি বলেন, 'আমার বাবা আমার বিয়েটা মেনে নেননি। বলেছিলেন আমি আমার মতে বিয়ে করলে তিনি আমার সঙ্গে সমস্ত সম্পর্ক ভেঙে দেবেন। আমার বিয়ের পর থেকে তাই বাড়ির সঙ্গে কোনও যোগাযোগ ছিল না।' সঞ্জয়ের বোনের কথায়, 'আমি গত ১৭ বছরে তার(দাদা) সঙ্গে কথা বলিনি। সেও আমার সঙ্গে দেখা করেনি, আমিও তাকে দেখতে যাইনি। তাই আমি কিছুই বলতে পারছি না।'

তবে সঞ্জয় যে সিভিক ভলেন্টিয়ার ছিল, তা জানতেন তাঁর বোন। তিনি বলেন, 'পুলিশের চাকরি (সিভিক ভলান্টিয়ার) করত, তাই কখনও দিনে বা কখনও নাইট শিফটে থাকত বলে জানি। তবে গত কয়েক বছরে, আমি তাকে একবারও দেখিনি।'

সিবিআই বিশেষজ্ঞদের মনস্তাত্বিক প্রাথমিক বিশ্লেষণ সম্প্রতি প্রকাশ্যে এসেছে। তাতে বলা হয়েছে, 'সঞ্জয়ের জন্তুর মতো প্রবৃত্তি'র কথা। অর্থাৎ, সমবেদনাহীন, হিংসাত্মক মনোভাবের ইঙ্গিত মিলেছে বলে জানা গিয়েছে প্রাথমিকভাবে। কিন্তু এর আগে সঞ্জয়ের কোনও মারামারি বা অশান্তির কথা শোনেননি বলে জানালেন তাঁর বোন। তিনি বলেন, 'আমি কখনও এমন কিছু শুনিনি যে সে মারামারি করেছে বা অন্য কিছু করেছে।'

'কোনও মেয়ের সঙ্গে যদি এমনটা করে থাকে'

সবশেষে দাদা দোষী হলে তার শাস্তিরও দাবি করলেন বোন। তিনি বললেন, 'আমি জানি না সে এমন কিছু করেছে কিনা। যদি সে সত্যিই কিছু করে থাকে তবে তাকে যে শাস্তি দেওয়া হবে তা আমি মেনে নেব। যদি সে কোনও মেয়ের সঙ্গে এমনটা করে থাকে, তবে সে সত্যিই খুব বড় অন্যায় করেছে।' 

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement