Advertisement

দেশ

Wedding Gifts : বিয়ের গিফটের সোনা, টাকাপয়সায় ট্যাক্স বাকি? সাবধান, হতে পারে জেলও?

Aajtak Bangla
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 25 Aug 2025,
  • Updated 8:15 PM IST
  • 1/10

আগামী নভেম্বর মাস থেকে ফের হিন্দুদের বিয়ের সিজন শুরু। আর বিয়ে মানেই উপহার। ছোটো থেকে বড়, সবরকমের উপহার পেয়ে থাকে নব দম্পতি। অনেকে মোটা টাকা পেয়ে থাকে, কেউ আবার সোনার গয়না। 

  • 2/10

আমাদের দেশে টাকা, পয়সা আদানপ্রদান করলে তা করযোগ্য হয় কোনও কোনও ক্ষেত্রে। 

  • 3/10

নব দম্পতির কাছে উপহার বিয়ের জন্য প্রাপ্ত শুভেচ্ছার একটা অংশ হলেও আয়কর বিভাগের কাছে তা কিন্তু মোটেও নয়। বিয়েতে পাওয়া উপহারও করযোগ্য হতে পারে কোনও কোনও ক্ষেত্রে। 

  • 4/10

তবে সব উপহার কিন্তু করযোগ্য নয়। উপহারের উপর ITR কীভাবে বিবেচনা করা হয়, আসুন জেনে নিই। 

  • 5/10

ভারতীয় কর আইনে উপহারকে স্থাবর বা অস্থাবর সম্পত্তির স্বেচ্ছায় হস্তান্তর হিসাবে সংজ্ঞায়িত করা হয়। 

  • 6/10

এর মধ্যে পড়ছে নগদ অর্থ এবং সোনা থেকে শুরু করে স্টক, গয়না, এমনকি রিয়েল এস্টেটও। 

  • 7/10

যদিও সব উপহারকে করের আওতায় আনা হয় না। ১৯৬১ সালের আয়কর আইনের ৫৬ ধারা অনুসারে, বিবাহের উপহার, নগদ বা জিনিসপত্রে আয়কর দিতে হয় না। UPI বা ব্যাঙ্ক ট্রান্সফারের মাধ্যমে প্রাপ্ত উপহারও আয়কর মুক্ত। 

  • 8/10

কী কী করমুক্ত আসুন জেনে নিই। যেমন, আত্মীয়দের থেকে প্রাপ্ত উপহার করমুক্ত। অনাত্মীয়দের কাছ থেকে প্রাপ্ত ৫০ হাজার টাকা পর্যন্ত প্রাপ্ত উপহারেও কল লাগে না। 

  • 9/10


উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তিতে কর দিতে হয় না। বিয়ে উপলক্ষ্যে প্রাপ্ত সব উপহার করমুক্ত। 

  • 10/10

ITR দাখিল করার সময় আপনার বাবার কাছ থেকে বিয়ের উপহার হিসাবে পাওয়া ১০ লক্ষ টাকা গ্রহণ সম্পূর্ণরূপে করমুক্ত। 

Advertisement
Advertisement