পূর্ব উত্তর প্রদেশের দেওরিয়ায় আসনের উপ নির্বাচনে আরথি বাবা ওরফে রাজেশ যাদব এবার ভোটে লড়ছেন। তাঁর প্রচার করার স্টাইল সবার নজর কেড়েছে। (সমস্ত ছবি - ফেসবুক)
এর আগে নির্বাচনে ১১ বার লড়েছেন তিনি। প্রতিবারই হেরেছেন। 'রাম নাম সত্য হ্যায়' - স্লোগান দিয়ে সমর্থকেরা রাজেশ যাদবকে মনোনয়ন জমা দিতে নিয়ে যান। মৃতদেহ সেজে তিনি ভোটে প্রচার করেন।
সবার কাধে চেপে তিনি গোটা গ্রামে ঘুরে ভোট চন। ওই নেতার এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হচ্ছে।
আজ তকের টিম প্রার্থী রাজেশকে জিজ্ঞাসা করতেই তিনি জানান, ভোটারদের দেবতুল্য মনে করে তিনি। তাই প্রচারের সুযোগ পেলেই ভোটারদের পাও ধুয়ে দিচ্ছেন। গ্রামে মহিলাদের পা ধুতেও দেখা গিয়েছে তাঁকে।
আরথি বাবা দেওরিয়া সদর আসন থেকে নির্দল প্রার্থী হিসাবে ভোটে লড়ছেন। তিনি এমবি এ পর্যন্ত পড়াশুনা করেছেন।