গত কয়েক মাসে অসম থেকে প্রায় ১৭০ কোটি টাকার মাদক বাজেয়োপ্ত করেছিল সরকার। আর সেই মাদক নিজে হাতে ধ্বংস করলেন সেই রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।
সেই মাদক ধ্বংস করতে নিজেই বুলডোজার চালান হিমন্ত। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন সরকারি আধিকারিকরা। দিফু ও গোলাঘাটে চলে মাদক জ্বালানোর অভিযান।
এই দুই জায়গাতেই মাদকে আগুন দেন হিমন্ত। তিনি জানান, অসম থেকে গোটা দেশে মাদক ছড়িয়ে পড়ে। সেই বিষয়ে তিনি অবগত। তাঁর লক্ষ্য অসমকে মাদকমুক্ত করা। আর তা করতে গিয়ে কোনও কিছুর সঙ্গে আপস করবেন না।
তিনি এও জানান, মাদক বিরোধী অভিযানে যে সাফল্য অসম পুলিশ পেয়েছে তা অতি সামান্য। হাজার হাজার কোটি টাকার ব্যবসা চলে। তিনি বলেন, 'এর সাপ্লাই লাইন কেটে দেওয়া ও উৎপাদন বন্ধ করা আমার জাতীয় কর্তব্য।'
প্রসঙ্গত, অসমে মুখ্যমন্ত্রীর পদে বসেই মাদক নিয়ে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন হিমন্ত। মাদক কারবারকে তিনি যে বরদাস্ত করবেন না, সেই বার্তা একাধিকবার দিয়েছেন।
এবার তার প্রমাণও দিলেন তিনি। নিজের হাতেই নষ্ট করলেন মাদক।
গত কিছু মাস ধরেই মাদক কারবারিদের বিরুদ্ধে সক্রিয় হয়েছে অসম পুলিশ। হিমন্ত জানিয়েছেন, এই অ,ভিযান চলতে থাকবে। তিনি চুপ করে বসে থাকবেন না।