Advertisement

দেশ

Assam Flood: আস্ত ট্রেন ভাসছে- জলের তলায় অসম! হাড় হিম করা সব ছবি

Aajtak Bangla
  • গুয়াহাটি,
  • 17 May 2022,
  • Updated 6:55 PM IST
  • 1/9

এ যেন প্রতি বছরের দুর্ভোগ। বর্ষা এলেই অসম প্রমাদ গুনতে শুরু করে। এবারও সেই বিভীষিকা ফিরল ২০২২ সালেও। প্রবল বৃষ্টিতে ভয়াবহ বন্যার কবলে অসমের একটি বিস্তীর্ণ এলাকা। রাজ্যের ২০টি জেলার ২ লক্ষের বেশি মানুষ এই মুহূর্তে বন্যা কবলিত।  -- সব ছবি সৌজন্য: PTI
 

  • 2/9

গোটা হাফলং স্টেশনকে গ্রাস করে ফেলেছে জল-কাদার স্রোত। পুরো চেহারাই বদলে গেছে স্টেশনের। 

  • 3/9

কয়েক মিনিটের মধ্যে চারপাশ জলের তলায়। চারদিকটা ঘোলা। অঝোরে বৃষ্টি। আস্ত ট্রেনকে খেলনার মতো ভাসিয়ে নিয়ে গিয়েছে।
 

  • 4/9

সরকারি সূত্রের খবর, ১ লক্ষ ৯৭ হাজার ২৪৮ জন বন্যার কবলে রয়েছে অসমে। সবচেয়ে খারাপ অবস্থা কাচার ও হোজাই জেলার। 

  • 5/9

এরই মধ্যে আশঙ্কার কথা শুনিয়েছে হাওয়া অফিস। আগামী ৩ দিন অসমে ভারী থেকে অতিভারী বৃষ্টি চলবে টানা। ফলে অবস্থার আরও অবনতি হবে।

  • 6/9

রাজ্য সরকার জানিয়েছে, ডিমা হাসাও জেলা ধসের জেরে পুরোপুরি বিচ্ছিন্ন। গত ২৪ ঘণ্টায় গোটা জেলার সঙ্গে যোগাযোগ করা যায়নি। বন্যার জেরে পুরো জেলায় বিদ্যুত্‍ নেই। 

  • 7/9

এনডিআরএফ, রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী, দমকল-- সবাইকে উদ্ধারকাজে নামানো হয়েছে। বন্যা কবলিত এলাকায় উদ্ধারকাজ সহ নানা সাহায্যের জন্য জরুরি পরিষেবায় সবার ছুটি বাতিল করা হয়েছে।
 

  • 8/9

দুটি ট্রেন থেকে ভারতীয় বায়ুসেনা ২৮০০ জন যাত্রীকে উদ্ধার করেছে। লাইন জলের তলায় থাকায় যাত্রী বোঝাই ট্রেনগুলি মাঝ রাস্তাতেই দাঁড়িয়ে ছিল।

  • 9/9

৭টি জেলায় প্রায় ৫৫টি রিলিফ ক্যাম্পে ৩২ হাজার ৯৫৯ জন আশ্রয় নিয়েছেন। অন্যান্য জেলায় আরও ১২টি রিলিফ ক্যাম্প খোলা হয়েছে। সেখানে খাবার, জল সরবরাহ করা হচ্ছে। 

Advertisement
Advertisement