Advertisement

দেশ

Gyanvapi Masjid Case : শিবলিঙ্গের জায়গা সুরক্ষিত রাখতে হবে, নমাজে বাধা নয়: জ্ঞানবাপী নিয়ে সুপ্রিম কোর্ট

Aajtak Bangla
  • নতুন দিল্লি,
  • 17 May 2022,
  • Updated 7:14 PM IST
  • 1/10

Gyanvapi Masjid Case: জ্ঞানবাপী মসজিদে যে চত্বরে শিবলিঙ্গ পাওয়া গিয়েছে, সেই জায়গার নিরাপত্তার ব্যবস্থা করুক প্রশাসন। কিন্তু নমাজ পাঠ থেকে কাউকে বিরত করা যাবে না। মঙ্গলবার জেলাশাসককে এই মর্মে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। মসজিদে সমীক্ষা বন্ধ করার জন্য দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল মসজিদ কমিটি।

  • 2/10

এই বিষয়ে সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেছেন যে অংশে শিবলিঙ্গ পাওয়া গিয়েছে, যা হাত-পা ধোয়ার জায়গা। নমাজের স্থান আলাদা। বর্তমানে সুপ্রিম কোর্ট মামলার শুনানি বৃহস্পতিবার পর্যন্ত মুলতবি করেছে।

  • 3/10

আদালত বলেছে, আমরা নিম্ন আদালতকে আপনার আবেদন নিষ্পত্তি করার নির্দেশ দিচ্ছি। এর জবাবে মুসলিম পক্ষের আইনজীবী বলেন, কিন্তু আপনি কীভাবে জায়গাটি সিল করবেন? আপনি স্থিতাবস্থা পরিবর্তন করছেন। আমাদের কথা না শুনেই আইএ পাস করা হয়েছে। এগুলো সবই বেআইনি আদেশ। এটা আমাদের কথা না শুনে সম্পত্তি সিল করার মতো। আপনি মসজিদে নমাজের স্থানও সীমিত করছেন।

  • 4/10

স্থানীয় আদালত থেকে কোনও আদেশ দেওয়া ঠিক নয়: মুসলিম পক্ষ
মুসলিম পক্ষ বলছে, এই বিষয়ে বারাণসী আদালতের কোনও আদেশ দেওয়া উচিত হয়নি। দেওয়ানি পদ্ধতিতে বলা হয়েছে যে আপিল দায়ের করা হলে মামলাটি গ্রহণ করা যাবে না। 

  • 5/10

একই সময়ে, সুপ্রিম কোর্ট পরামর্শ দিয়েছে যে সিভিল কোর্টকে পরবর্তী কোনও প্রক্রিয়ার আগে মামলার স্থিতিশীলতার বিষয়ে মুসলিম পক্ষের আবেদনের শুনানির জন্য নির্দেশ দেওয়া যেতে পারে। সুপ্রিম কোর্ট জানিয়েছে, নিম্ন আদালতে এই বিষয়ে শুনানি চলছে।

  • 6/10

জ্ঞানবাপী ক্যাম্পাস সিল করা নিয়ে সুপ্রিম কোর্টে পিটিশন
মুসলিম পক্ষ আদালতকে আরও বলেছে যে প্রাঙ্গণটি সিল করার আদালতের আদেশ "স্থানের ধর্মীয় চরিত্রকে উল্লেখযোগ্যভাবে পরিবর্তন করছে", যা উপাসনার স্থান আইন এবং সুপ্রিম কোর্টের অযোধ্যা রায়ের লঙ্ঘন। সোমবার প্রাঙ্গণ সিল করার দেওয়ানি আদালতের আদেশের বিরুদ্ধে মুসলিম পক্ষও সুপ্রিম কোর্টে আবেদন করেছে।

আরও পড়ুন: Pedicure থেকে ইনফেকশন, পার্লারকে ১৩ কোটি টাকা ক্ষতিপূরণের নির্দেশ

আরও পড়ুন: IT Return নিয়ে দু'টি বড় সিদ্ধান্ত, লাভ হবে করদাতাদের

আরও পড়ুন: Omicron ঠেকাতে তৎপর রাজ্য, একগুচ্ছ পরিকল্পনা

  • 7/10

মুসলিম পার্সোনাল ল বোর্ড সভা ডেকেছে
এদিকে, অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড তার কার্যনির্বাহী কমিটির বৈঠক ডেকেছে। এতে সকল সদস্যকে জুমের মাধ্যমে সভায় উপস্থিত থাকতে বলা হয়েছে। 

  • 8/10

এই বৈঠকে জ্ঞানবাপী, টিপু সুলতান মসজিদ-সহ দেশের চলমান সমস্যা নিয়ে আলোচনা হবে। সন্ধে ৭টায় সেই বৈঠক রাখা হয়েছে। এ ছাড়াও মুসলিম পার্সোনাল ল বোর্ড ভবিষ্যৎ পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত নেবে। বোর্ড বলছে, আসল সমস্যা থেকে মনোযোগ সরাতে বিজেপি মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানোর প্রচারণা শুরু করেছে।

  • 9/10

জ্ঞানবাপী মামলা সুপ্রিম কোর্টে পৌঁছেছে। এর আগে মঙ্গলবার বারাণসী আদালতে জ্ঞানবাপী মামলার শুনানি শেষ হয়েছে। আদালত কমিশনার প্রতিবেদন দাখিলের জন্য দুই দিনের সময় চেয়ে আবেদন করলে আদালত আদেশ রিজার্ভ রেখেছে। জরিপ শেষ হয়েছে। তবে রিপোর্টের অপেক্ষায় রয়েছে। রিপোর্ট আসার আগে মসজিদের বাকি অংশ সমীক্ষার দাবি জানিয়েছে হিন্দু পক্ষ। 

  • 10/10

কথিত শিবলিঙ্গের চারপাশের দেওয়াল সরিয়ে পূর্ব দেওয়াল খুলে দেওয়ার দাবিতে মঙ্গলবার আবেদন করা হয়। এ বিষয়ে আদালতের রায় দেয়নি।

Advertisement
Advertisement