গত বছরের মত এবারও করোনা পরিস্থিতিতে বন্ধ করে দেওয়া হয়েছে অমরনাথ যাত্রা। গত সোমবার জম্মু–কাশ্মীরের উপ-রাজ্যপাল মনোজ সিনহা এই কথা জানিয়েছিলেন।
তবে তিনি জানিয়েছিলেন, অমরনাথ যাত্রা বন্ধ থাকলেও প্রতি বছরের মতো এবারও মন্দিরে পুজোর উপাচার যেমন চলার চলবে।
প্রতি বছরই দক্ষিণ কাশ্মীরের এই পুণ্যতীর্থে প্রচুর মানুষের সমাগম হয়। ৫৬ দিন ধরে চলে অমরনাথ যাত্রা।
তবে এবার করোনা আবহে মন্দির কমিটির সঙ্গে কথা বলার পর শেষ মুহূর্তে অমরনাথ যাত্রা বন্ধ রাখার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়।
এরপরেই জম্মু কাশ্মীরের উপ-রাজ্যপাল মনোজ সিনহা জানিয়েছিলেন, করোনা পরিস্থিতির কারণে পবিত্র অমরনাথ যাত্রা বাতিল করা হয়েছে। শ্রীঅমরনাথজী মন্দিরের বোর্ড সদস্যদের সঙ্গে আলোচনা করে এই যাত্রা এবারে প্রতীকী হিসেবেই পালন করা হবে। তবে অন্যান্য বছরের মতো মন্দিরের ভিতরের পুজোর উপাচার ঠিকভাবে পালন করা হবে।
এ বছর অমরনাথ যাত্রা শুরু হওয়ার কথা ছিল চলতি মাসের ২৮ তারিখ থেকে। শেষ হওয়ার কথা ছিল ২২ অগাস্ট।
গত বছর করোনা পরিস্থিতির জন্য বাতিল করা হয় অমরনাথ যাত্রা। তবে গতবারের মত এবারও অনলাইনে অমরনাথ দর্শনে ব্যবস্থা করেছে শ্রী অমরনাথজি শ্রাইন বোর্ড।
আজ থেকেই ভক্তরা অনলাইনে অমরনাথ দর্শন করতে পারবেন।
অমরনাথজির মন্দিরে সব ধর্মীয় অনুষ্ঠান পালন শুরু হয়েছে।
অনলাইনে এবার বাবার পুজো দেওয়ারও ব্যবস্থা করা হয়েছে।
সোমবার অমরনাথে গিয়ে পুজো দিলেন জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা।
ভূস্বর্গের লিদার ভ্যালিতে প্রায় ৩ হাজার ৮৮৮ মিটার উচ্চতায় রয়েছে অমরনাথ গুহা।
সমস্ত রীতি মেনে পবিত্র গুহায় সকাল ও সন্ধ্যায় আরতি করা হচ্ছে।
সারা দেশের জনগণ সেই আরতি ঘরে বসেই অনলাইনে এবার দেখতে পাবেন।